• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভিসা নিয়ে বাংলাদেশি কর্মীদের সুখবর দিল সৌদি আরব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪, ০৩:০৪ পিএম
ভিসা নিয়ে বাংলাদেশি কর্মীদের সুখবর দিল সৌদি আরব
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। ছবি : সংগৃহীত

ভিসা নিয়ে বাংলাদেশি কর্মীদের সুখবর দিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌ‌দি আর‌বের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। তিনি বলেছেন, “বাংলা‌দে‌শি কর্মী‌দের বღুধবার (১৪ আগস্ট) থে‌কে পুনরায়‌ ভিসা দেওয়া শুরু ক‌রে‌ছে সৌ‌দি 𝔍আরব দূতাবাস।”

বুধবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রবিඣষয়ক উপ‌দেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিক এসব কথা বলেন তিনি।

ঈসা বিন ইউসুফ আল দুহাইলান ব‌লেন, “সৌ‌দি দূতাবাস এখন সব ধর‌নের সেবা দেও𝕴য়া শুরু ক‌রে‌ছে। প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক থাকাকা‌লে প্রতি‌দিন গ‌ড়ে ৫ হাজার ভিসা ইস্যু করা হ‌ত।”

পররাষ্ট্র উপ‌দেষ্টার স‌ঙ্গে আলোচনার বিষ‌য়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৌদি রাষ্ট্রদূ🌱ত ব‌লেন, “বাংলা‌দেশ ও সৌ‌দির ম‌ধ্যে ঐতিহা‌সিক সম্পর্ক র‌য়ে‌ছে। আমরা অর্থ‌নৈ‌তিক ইস্যু, ভিসা ইস্যুসহ বি‌ভিন্ন বিষ‌য়ে আলাপ ক‌রে‌ছি। আশা কর‌ছি, দ্রুতই বাংলা‌দে‌শে স্থি‌তিশীলতা ও শা‌ন্তি ফি‌রে আস‌বে। বাংলা‌দেশ স্থি‌ত🍷িশীলতা উপ‌ভোগ কর‌বে।”

সা‌বেক প্রধানমন্ত🍒্রী শেখ হা‌সিনা সৌ‌দি‌তে আশ্রয় চেয়ে‌ছেন ব‌লে খবর প্রকাশ হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে এক প্রশ্নের জবাবে ঈসা বিন ইউসুফ আল দুহাইলান ব‌লেন, “আমি এ রকম কিছু শু‌নিনি।”

Link copied!