কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রা𒊎ন্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে রা🔯জধানীর মিন্টু রোডে অবস্থ﷽িত সিটিটিসি কার্যালয়ে আসেন তিনি।
এসময় কার্যালয়ে পিট🍰ার হাসকে স্ব💖াগত জানান সিটিটিসির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পিটার হাসের এই পরিদর্শন সন্ত্রাসবাদ ও💖 বৈশ্বিক সাইবার হুমকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও শ্রদ্ধাবোধ তৈরিতে সহা🍸য়ক ভূমিকা করবে বলে মনে করেন সিটিটিসির কর্মকর্তারা।