রাষ্ট্রক্ষমত𓃲ায় গেলে যারা মানুষের লাশের মিছিল তৈরি করে, দেশের মানুষ তাদের (বিএনপি) আর কোনোদিন ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আ🍎মিন।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বায়তুল 💯মোক☂াররমের দক্ষিণ গেইটে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত কৃষক মহাসমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আমিনুল ইসলাম আমিন বলেন, “বঙ্গবন্ধুর 🐠বাংলাদ🐻েশে যারা ক্ষমতায় গেলে বারবার খাদ্য ঘাটতি ঘটায়, বাংলার মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গেলে যারা পয়সা দিয়ে সার কিনতে যাওয়া কৃষকের বুলেটবিদ্ধ লাশ ঘরে পাঠায়, বাংলার মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।”
আমিনুল ইসলাম আমিন আরও বলেন, “ক্ষমতায় থাকলে যারা হাওয়া ভবন তৈরি করে লুটপাটতন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন করে, আমাদের কপালে কালিমা লেপন করে, বাংলার মানুষ তাদের কখনোই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষের কাছে একটিই বিকল্প। একটি নাম, একটি নেতৃ🎃ত্ব এবং একটি সাহস ও চেতনা। সেই নাম শেখ হাসিনা। যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।”