প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্🍸য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাইকমিশ🦹নার সারাহ কুক।
সোম꧅বার (১৪ আগস্ট) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
রবার্ট চ্যাটারটন ডিকসনের স্থলাভিষিক্ত সারাহ কুক ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সং🍰স্থার (ডিএফআইডি) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ছিলেন।
২০২০ সাল পর্যন্ত সারাহ তানজানিয়ায় ব্রিটিশ হাইকমিশনার ছিলেন। সেই দায়িত্ব শেষে তিনি ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরে দক্ষিণ পূ🙈র্ব এশিয়া বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সারাহ কুক প্রাইসওয়াটারহাউসকুপারসে অর্থনৈতিক পরামর্শক হিসে﷽বেও কাজ করেছেন।