রাজধানীর বাড্ডা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার ছেলে বসুন্ধরা গ্রুপের🎉 ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ ১৮০ জনের নাম উল্লেখ করে ♑হত্যা মামলা করা হয়েছে।
ছাত্র আন্দো𓂃লনের সময় গুলিতে নিহতꦅ হওয়া ঘটনায় এ মামলা করা হয়।
বুধবার (২১ আগস্ট) দুপুরে বিষ🐽য়টি নিশ্চিত করেছে বাড্ডা থ😼ানা।
বাড্ডা থানার এজহার থেকে জানা যায়, মঙ্গলবার (২০ আগস্ট) এ মামলাটি করেন🦹 মোছা. মাছুমা নামে একজন ♓নারী।
এজহারে মোছা. মাছুমা উল্লেখ করেছেন, “১৯ জুলাই বেলা ১২টার দিকে আমার ছেলে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বাহির হন। এ সময় প্রগতি🐽 স্বরণী রাস্তায় ছাত্রজনতার কোটাবিরোধী মিছিল হচ্ছিল। সে সময় মিছিল উদ্দেশ্য করে গুলি ছুড়ে আসামিরা। পরে হাসপাতালে নিয়ে গেলে আমার ছেলে সেখানে মারা যান।”