হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ෴্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বৃহস্পতিবার (ꩲ২ মে) রাতেই মুক্তি পাবেন।
গাজ🔯ীপুরের কাশিমপুর কারাগার থেকে থেকে ম𓄧ুক্তি পাবেন এমন খবরে সেখানে হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা ভিড় করেন।
হে🎀ফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামবাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
আজিজুল হক বলেন, ‘মামুনুল হকের জামিনের সব কাগজপত্র কারাগ🐼ারে পৌঁছেছে। এ সংবাদ আমরা জানি। এখন কারামুক্তির অপেক্ষায় আছেন।’
এছাড়াও তার বিভিন্ন নেতাকর্মীরা কয়েকটি ফেসবুক আইডি থেকে তার𓆏 মুক্তি পাওয়ার বিষয়টি জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন। পাশাপাশিꦚ লাইভ করছেন।
মামুনুল হকে💙র বিরুদ্ধে ৪২টি মামলা ছিল। সর্বশেষ গত রবিবার খুলনা ও চট্টগ্রামের দুই মামলায় তিনি জামিন পান।