চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেছেন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ🐻্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
রোববার (৩🥃 সেপ্টেম্বর) সকাল থেকে শ্রমিকরা রেল লাইন বন্ধ করে চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রতিবাদ কর্মস🐽ূচি পালন করছেন। এতে মালিবাগ এলাকায় আটকা পড়েছে দুটি ট্রেন।
কমলাপুর থেকে ছেড়ে আসা রཧংপুর এক্সপ্রেস এবং ঢাকামুখী টাঙ্গ💧াইল এক্সপ্রেস ট্রেন দুটি আটকে রয়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারোয়ার জা🎃নান, অস্থায়ী কর্মীদের রেললাইন অবরোধের কারণে সকাল সাড়ে ১০টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।