শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আ꧟মলে কারাদণ্ডপ্রাপ্ত ও অত্যাচার-নির্যাতনের শিকার দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান দেশে ফিরেছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় একটি ফ্লাইটে তুরস্ক থেকে দেশে ফেরেন তিনি।
শেখꦿ হাসিনার শাসনামলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে ১২৪টি মামলা করা হয়েছিল। ২০১০ সালেℱর জুনে প্রথমে দফায় আমার দেশ বন্ধ করাসহ সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয়।
দ্বিতীয় দফায় ২০১৩ সালের ১১ এপ্রিল আমার দেশ বন্ধ করে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেয়া হয় বিভিন্ন মা꧟মলা রিমান্ডে নিয়ে চালানো হয় অমানবিক নির্যꦐাতন।
পরবর্তী সময়ে এক মামলায় মাহমুদুর রহমান এবং তার স্ত্রীকܫে ৭ বছর কারাদণ্ড দেন আদালত। এর পরই তাকে দেশ ছাড়তে বাধ্য করে তৎকালীন সর🎐কার।
বিমানবন্দরে মাহমুদুর রহমান অভিযোগ করেন, পরাজিত ফ্যাসিবাদী শেখ হাসিনা বিদেশি প্রভুদের নিয়ে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করার চেষ্টা চাল🐻াচ্ছে।
এ সময় ছাত্র-জনতার বিপ্লবের 🔯ঐক্য ধরে রাখার 🦹আহ্বানও জানান তিনি।
মাহমুদুর রহমান বলেন, ‘পরাজিত ফ্যাসিবাদী শেখ হাসিনা বিদেশি প্রভুদ꧙ের নিয়ে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করার চেষ্টা চালাচ্ছে, ফ্যাসি✃বাদী চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান।’