দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় রো🍌মানা আহমেদ নামের এক নেতাকে দল থেকে বহিষ্কার করেছিল বিএনপি। তবে নির্বাচন থেকে সরে আসায় তাকে সেই পদ ফেরত দেওয়া হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) বিএনপির সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক🦂 সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ৮ মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সদস্য রোমানা আহমেদ। এ কারণে গত ২৬ এপ্রিল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএ🌊নপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে নিজের ভুল বুঝতে পেরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘো🃏ষণা দেওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।