রাজধানীর🙈 একটি রিকশার গ্যারেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফ♚ায়ার সার্ভিসের ২টি ইউনিট।
শুক্রবার (১২ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটে ইয়াসিন নগ💃র এলাকায় এ ঘটনা ঘটে।
তথ্যটি☂ নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসা🎶র রোজিনা আক্তার।
রোজিনা আক্তার বলেন, “দুপুর ১টা ২০ মিনিটে আমাদের কাছে খবর আসে বাড্ডায় রিকশার গ্যারেজে আগু✤ন লেগেছে। খবর পেয়ে বারি🅠ধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।”
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া♋ যায়নি বলেও জানান ফায়ার সাভিসের এই কর্মকর্তা।