কথাসাহিত্যিক ও শহীদ জননী জাহানারা 💯ইমামের ছোট ছেলে সাইফ ইমাম জামী সম্প্রতি বাংলাদেশে এসেছেন। তবে এবারের আশা ছিলো একটু অন্যরকম। জ🐠ামী তার সঙ্গে করে নিয়ে এসেছেন চার টি তথ্যচিত্র।
সেই তথ্যচিত্রগুলো শহীদ জননীর জীবনের বিভিন্ন ঘটনাবলীর চিত্র ও তার সন্তান বীর মুক্তিযোদ্ধা শাফী ইমাম রুমি মুক্তিযুদ্ধে অংশগ্রহনের প্রাসঙ্গিক ঘটনাবলীর উপর নির্মিত। আগারগাঁও-এ অবস্থিত বাংলাদেশ ফ🔜িল্ম আর্কাইভের কার্যালয়ে মহাপরিচালক মো: নিজামূল কবীর-এর হাতে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) তথ্যচিত্রগুলো𓆉 হস্তান্তর করেন জামী। এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক ফুটেজ সংগ্রহের প্রকল্প পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল ।
তথ্যচিত্র হস্তান্তর শেষে জামী বলেন, ``১৯৯৪ সালে আমি যখন চলে যাই তখন আমাকে এগুলো꧑ দিয়েছিলো সাংবাদিকরা। আমার মা`কে যখন শহীদ মিনারে রাখা হয় সে সময় যে মানুষের ঢল নেমেছিল সেই ফুটেজসহ বিভিন্ন হিস্টোরিকাল ফুটেজ আছে। আমি মনে 🍬করি আগামি প্রজন্মের এসব দেখা উচিত।``
তিনি আরও বলেন, ``এগুলো দেখলে সবাই বুঝতে পারবে সে সময় বাংলাদেশের মানুষ কতোটা সমর্থন করꦚেছিলেন। আমি আশা করি এগুলো এখানে থাকাতে যারা এই বিষয়ে গবেষণা করতে চান তাদের 🦄সুবিধা হবে।``
১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জাহানারা ইমামের ছেলে মুক্তিযোদ্ধা শাফী ইমাম রুমী শহীদ হন। এ🉐ছাড়া যুদ্ধের সময় তার স্বামী প্রকৌশলী শর🐠ীফুল ইমাম আহম্মেদকে পাকবাহিনী নির্যাতন করে এবং ১৪ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। স্বাধীনতার পর তিনি ১৯৭১ সালে তার পুত্রের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং তার মৃত্যু ও অন্যান্য বিষয় নিয়ে বিখ্যাত গ্রন্থ ‘’একাত্তরের দিনগুলি`` রচনা করেন।