ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাꦕসপাতালে গোলাম মোস্তফা (২৫) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে।
মঙ্༺গলবার (২৬ মার্চ) দুপুরে ঢামেকের জরুরি 🐽বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তথ্যটি নিশ্চিতཧ করেছেওন ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
বাচ্চু মিয়া বলেন, “আজ দুপুরে গোলাম মোস্তফাকে অসুস্থ অবস্থায় ঢা💞কা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী আব্দুল আলীম তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।”
গোলাম মোস্তফার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার চিনিরবন্দর উপজেলায়। তবে তিনি কোন মামলায় 🦹বন্দী ছিলেন তাৎক্ষণিক তা জানা যায়নি।