• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অপরাধ আর গণমাধ্যমের স্বাধীনতা এক নয় : তথ্যমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩, ০৯:৩৩ পিএম
অপরাধ আর গণমাধ্যমের স্বাধীনতা এক নয় : তথ্যমন্ত্রী

কারও অপরাধ আর গণমাধ্যমের স্বাধীনতা এক জিনিস নয় বলে মন্তব্য করেছেন তথ্য📖মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১ এপ্রিল) রাজধানীর সেগ𒈔ুনবাগিচায় ঢাক🧸া রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, “প্রথম আলো স্🅠বাধীনতা দিবসে যা করেছে তা দেশবিরোধী, স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। আর প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার করা হয়েছে ‘শিশু নির্যাতন’ ও ‘শিশুর অপব্যবহারের’ কারণে। তিনি একটি শিশুকে ১০ টাকা দিয়ে নিজের বক্তব্যকে শিশুর বক্তব্য হিসেবে প্রকাশ করেছেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, “স্বাধীনতা দিবসে প্রথম আলো 𝓡যে নিউজ ছাপিয়েছে তা স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র, সরাসরি অপরাধ। এজন্য তাদের বিরুদ্ধে মা🗹মলা হয়েছে। এর সঙ্গে সাংবাদিকদের হয়রানির অন্য কোনো ঘটনা মেলানোর সুযোগ নেই।”

ড. হাছান মাহমুদ বলেন, “বলা হয়েছে, দ্রব্যমূল্য নিয়ে রিপꦐোর্ট করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরণের অপপ্রচার সত্যিকার অর্থে দেশ বিরোধী। সংবাদ কোথায় তৈরি হয়েছে, ভারত, দুবাই, কাতার, লন্ডনে কে কাকে ফোন করেছে, সেই রেকর্ড, সব তথ্য সরকারের কাছে আছে। সুতরাং এটিও দেশ বিরোধী অপপ্রচার।”

মন্ত্রী বলেন, “কারও অপরাধ আর গণমাধ্যমের স্বাধীনতা এক জিনিস নয়। ২৬ মার্চ প্রথম আলোর রিপোর্টে যেটি হয়েছে, সেটির বিরুদ্ধে বিভিন্ন মিডিয়া ও সাংবাদিকেরাও মুখ খুলেছে। অতীতে এটি হয়নি, কেননা এটি অপরা𒁃ধ সমতুল্য। আমি বিনীত ভাবে অনুরোধ জানাবো, এটির সঙ্গে অন্য ঘটনাকে মেলানো যাব♛ে না।”

আইনের অপপ্রয়োগ যেন না হয়, সেই বিষয় উল্লেখ করে তিনি বলেন, “ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহারে সাংবাদিক হয়রানি যেন না হয়, এ বিষয়ে আমরা খুব সচেতন। এ হয়রানি বন্ধে যেখানে যা করতে হচ্ছে তা করা হচ্ছে। কেউ যেন হয়রানি না হয় সেদিকে আমাদের♎ নজর আ🌜ছে।”

হাছান মাহমুদ আরও বলেন, “বাংলাদেশে সিকিউরিটি আইন নাগরিকদের নিরাপত্তার জন্য করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটির আদলে এ আইন রয়েছে। যুক্তরাষ্ট্র তাদের এ আইনের বিধান আপডেট করেছে। তাই যারা (বিদেশি) এ আইন নিয়ে সমালোচনা করছে,꧃ তাদের উচিত ন🍷িজের দেশের দিকে তাকিয়ে সমালোচনা করা।”

সংবাদমাধ্যমের প্রতি সরকার সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, “সাংবাদিকদের প্রতি অনুরোধ প্রথম 🍃আলোর সঙ্গে অন্য ঘটনা মেলানো য𒁃াবে না।”

এ সময় ডিআরইউর সভাপতি মোরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ꦗএকইসঙ্গে ইফতারে বিশিষ্ট সাংবাদিকেরাও অং🥂শ নেন।

Link copied!