‘গণতন্ত্র পুনরুদ্ধার’ ও ১ দফা দাবিতে রাজধানীর মগবাজার থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা শুর🍎ু হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১🐼১টা ২০ মিনিটে গাবতলী থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শুরু হওয়া পদযাত্রা মগবাজার মোড়ে পৌঁছালে এই পদযাত্রায় যোগ দিয়েছেন নেতাকর্মীরা। এরপর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে দলটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাসের বক্তব্যের মাধ্যমে পদযাত্রাটি শেষ হবে।
এদিকে ঢাকা মহানগ൲র উত্তর বিএনপির পদযাত্রা মগবাজার পৌঁছালে সেখানে তাদের স্বাগত জানান ঢাকা দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। পরে দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রা নিয়ে পুরান ঢাকা বাহাদুর শাহ পার্কে দিকে রওনা দেন।
এদিকে সকাল মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন থান𒆙া ওয়ার্ড থেকে ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনে নেতাকর্মীরা পদযাত্রায় যোগ দেন। এসময় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সর🎶কারের পদত্যাগ এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন।