• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গাড়ির ছাদে সবুজ বাগান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ১২:২১ পিএম
গাড়ির ছাদে সবুজ বাগান

রোজগারের একমাত্র পথ গাড়ি, যা চালিয়ে দিনযাপন করতেন ট্যাক্সিচালকরা। করোনা মহামারিতে হুমকির মুখে পড়েছে জীবনধারণের একমাত্র সেই পথও। তাই প্রতিবাদ▨স্বরূপ গাড়ির ছাদে সবুজ বাগান গড়ে তুলেছেন।

‘রুফ টপ গার্ডেন-এর নতুন সংজ্ঞা দেখাল থাই ট্যাক্সি। করোনা মহামারিতে বন্ধ থাকা&🍨nbsp;গাড়ির ছাদে ফলানো হচ্ছে সবজি। একটি নয়, সারি সারি গাড়ি💦র ছাদে গাছ লাগিয়েছেন ট্যাক্সি চালকরা। এর মাধ্যমে নিজেদের অসহায় পরিস্থিতির চিত্র তুলে ধরেছেন বিশ্বের কাছে।

সিএনএন জানায়, করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে থাইল্যান্ডের পর্য⛎টনশিল্প। স্বাভাবিকভাবেই থাইল্যান্ডের ট্যাক্সিচালকরাও বেশ ক্ষতির সম্মুখীন হয়েছেন। অনেক চালক এখন কাজ ছেড়ে ফিরে গেছেন নিজেদের গ্রামে।

সম্🍃প্রতি দেশটির ট্যাক্সি ইউনিয়নের পক্ষ থেকে এই সমস্যার কথা তুলে ধরে অভিনব ভাষায় প্রতিবাদ জানিয়েছে। গাড়ির ছাদে বাগান কর😼ে সবজি ফলাচ্ছেন চালকরা। সেই সবজি থেকে কর্মহীন মানুষদের মুখে খাবার তুলে দিচ্ছেন। সেই সঙ্গে পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে প্রতিবাদও জানাচ্ছেন।

২টি ꦬট্যাক্সি ইউনিয়নের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠেছে এই বাগান। একটি এলাকাজুড়ে সারিবদ্ধভাবে রাখা হয়েছে গাড়িগুলো। পুরো অঞ্চলটিকে একটি ছোট আর্ট ইনস্টলেশনের মতো দেখাচ্ছে।

গণমাধ্যমে প্রকাশ পাওয়া ছবিতে দেখা যায়, বাঁশের খাঁচায় কালো প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে বাগানগুলো, যার মাধ্যমে ক🐎রোনার সময়ে তাদের আর্থিক সমস্যা সম্পর্🐭কে সবার দৃষ্টি আকর্ষণে সমর্থ হয়েছেন চালকরা।

Link copied!