অস্ত্র মামলায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. লুৎফর মোꦆল্লাকে (৩৫) ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত ও স্পে꧋শাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।
এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলে﷽ন। পরে পুলিশ পাহারায় ♚তাকে কারাগারে পাঠানো হয়।
ফরিদপুর 🎀জজকোর্টের আইনজীবী শাহ মো. আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন💟।
দণ্ডপ্রা൩প্ত লুৎফর মোল্লা জেলার ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া🔯 সদরদী এলাকার মৃত গিয়াসউদ্দিন মোল্লার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ জানুয়ারি রাত ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাজারের একটি জুতার দোকানের সামনে থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ লুৎফর মোল্লাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবিꩵ) পুলিশ। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল মিয়া বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অস্ত্র মামলা করেন। পরে পুলিশ এ ঘটনা দীর্ঘ তদন্ত শেষ অভিযোগপত্র আদালতে দাখিল করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী নবা🧸ব আলী মৃধা বলেন, এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ꧙পাবে।