বরগুনার পাথরঘাটা পৌরসভ꧟ার ৪ নম্বর ওয়ার্ডে খালের পাড় থেকে ৮ হাত লম্বা ২০ কেজি ওজনের একটি অজগর স꧂াপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার🧸 (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে পাথরঘাটা বন 🔯বিভাগের সদস্যরা সাপটি উদ্ধার করেন।
পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজের পেছনের খালের পাড় থেকে খান বাড়িতে সালমা আক্তার নামের এক নারী যাচ্ছিলেন। এসময় জালে পেঁচানো আজগর সাপটি সালমাকে দেখতে পেয়ে ফোঁস ফোঁস করে শব্দ করতে থাকে। এসময় আজগরটি দেখে ওই নারী ভয়ে 🥂দৌড়ে বাড়ির মধ্যে যায়। পরে আমাদের খবর দিলে আমরা সেখানে গিয়ে বন বিভাগকে জানালে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।”
বন বিভাগের উদ্ধারকর্মী বোটম্যান চিন্ময় মজুমদার বলেন, উদ্ধার করা সাপটি বার্মিজ অজগর হিসেবে পরিচিত, যা নির্বিষ। অজগরটির আনুমানিক ওজন ২০ কেজি। এর আগেও ওই এলাক𓄧ায় বিভিন্ন জায়গায় এ ধরনের অজগর সাপ উদ্ধার করা হয়। বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে সাপটি বনে অবমুক্ত♕ করা হবে।