সব ধরণের গ্যাজেট ভালো রাখার জন্য চাই বিশেষ যত্ন। বেশিরভাগ বাড়িতে শীতের সময় এসি মেশিন ব্যবহার হয় না। প্রতিদিনের ব্যবহারের জন্য অন্যান্য মেশিনের মত༺ই এয়ারকন্ডিশনারেরও কিছু ওয়্যার অ্যান্ড টিয়ার হয়। আর এসব ফেলে রেখে শীতাতপ নিয়ন্ত্রিত মেশিন চালাতে থাকলে আচমকা কাজ করা বন্ধ করে দেয়। চলুন জেনে নিই এসি ঠিক রাখার কিছু টিপস—
যা যা করতে হবে
- এসি মেশিনের বাইরে ও ভিতরে ধুলো ময়লা জমলে সহজে ঠাণ্ডা হয় না। তাই আসবাব মোছার মতো নিয়ম করে মেশিনের চারপাশ শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার রাখুন।
- এসির সুইচ ঠিক কাজ করছে কিনা চেক করে নিতে হবে।
- ঘরের জানলা দরজা ভালো করে বন্ধ না রাখলে মেশিনে বাড়তি চাপ পড়ে ঘর ঠাণ্ডা হতে দেরি হয়।
- গরমের দিনে অনেকেই ১৬ ডিগ্রিতে এসি চালান। কিন্তু ২৪ থেকে ২৫ ডিগ্রিতে চালিয়ে রাখলে মেশিনে বাড়তি চাপ পড়ে না। শুরুতে কিছুক্ষণ
- কম তাপমাত্রায় চালিয়ে নিয়ে তারপর তাপমাত্রা বাড়িয়ে দিতে হবে।
- যেন শক না লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে। ভিজে হাতে সুইচে বা মেশিনে দেওয়া একেবারেই ঠিক নয়। দরকার হলে রাবারের শুকনো চটি পরতে হবে।
- ইভাপরেটর কয়েল বাইরে থেকে পরিষ্কার করে মুছে রাখতে হবে। আউটডোর ইউনিট নিজেরা পরিষ্কার না করাই ভাল। শুধুমাত্র ধুলো ময়লা পরিষ্কার করে মুছে নিলেই যথেষ্ট।
- বিল নিয়ন্ত্রণে রাখতে কিছুক্ষণ চলার পর এসি বন্ধ করে ফ্যান চালিয়ে রাখতে হবে।
- এসি মেশিনের এয়ার ফিল্টার নিয়মিত পরিষ্কার রাখা দরকার। মাঝেমধ্যে মেশিন খুলে নিয়ে ফিল্টার বের করে নিন। শুকনো ধুলো ঝেড়ে নিয়ে
- ঈষদুষ্ণ সাবান জলে ডুবিয়ে ভাল করে ধুয়ে পানি ঝেড়ে শুকনো করে নিয়ে ফিল্টার লাগাতে হবে।
- ময়লা জমলে মেশিন ঠিকমত ঠাণ্ডা হয় না। ফিল্টার লাগানোর সময় সুইচ অন করে দেখে নিতে হবে বাতাস ঠিক মত বেরোচ্ছে কি না।