শীতকালে সবারই শুষ্ক ত্বক নিয়ে হিমশিম খেতে হয়। তার মধ্যে এই মৌসুমে আরও একটি সমস্যার মুখোমুখি হতে হয় ছেলেদের। তা হলো দাড়িতে খুশকি হওয়া। শখ করে হোক বা মুখের সৌন্দর্য বাড়াতে হোক, অনেকে বিভিন্ন ডিজাইনে দাড়ি রা🍸খতে পছন্দ করেন। কিন্তু এই দাড়িরও নিতে হয় সঠিক যত্ন।
কারণ এই সময় ছেলেদের ত্বক ও চুলের সঙ্গ🌠ে সঙ্গে দাড়িতেও খুশকি হতে দেখা দেয়। বিশেষভাবে যত্ন না নিলে ত্বকের সমস্যায় ভোগারও আশঙ্কা থাকে। তাই চলুন এ꧂ সমস্যা সমাধানের কিছু উপায় জেনে নেওয়া যাক-
অতিরিক্ত ঠান্ডা বা বেশি গরম পানি দিয়ে মুখ ধোয়া যাবে না। হালকা গরম পানি দিয়ে প্রতিদিন ভালোভাবে দাড়ি ধুতে হবে।
দাড়ি ধোয়ার জন্য ব্যবহার করতে হবে কোনও ফেসওয়াশ। গোসলের সাবান দিয়ে ধোয়া যাবে না।
মুখ ধোয়ার পর প্রতিদিন ভালোভাবে দাড়িসহ মুখে ময়েশ্চারাইজার মাখতে হবে।
দিনে একবার অন্তত ভালো করে দাড়ি আঁচড়াবেন।
মুখ ধোয়ার পর ভালো করে দাড়ি মুছে শুকিয়ে নিতে হবে।
কখনও শ্যাম্পু ব্যবহার করা যাবে না। এতে ত্বকে স🧔𒅌মস্যা হতে পারে।
অতিরিক্ত খুশকির হলে💯 বা এতসবের পরও সমস্যা থেকে গেলে চর্মরোগ বিশেজ্ঞের পরামর্শ নিন।