বাবা-মা অনেক কষ্ট করে ও ধৈর্য্য নিয়ে সন্তানকে লালন পালন করেন। সন্ꦡতানের চাহিদা, সুবিধা অসুবিধা সব কিছুতেই নজর রাখেন। তবে মাঝে মাঝে বাবা-মায়েরা সন্তানদের উপর খুব কঠোর হন। দেখা যায়, সন্তানের উপর রাগ করে সারাক্ষণই বকাঝকা করতে থাকেন। যা সন্তানদের জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। আপনিও যদি কঠোরভাবে সন🐠্তানকে শাসন করেন এবং সারাক্ষণই বকাঝকা করেই যান, তবে আপনার সন্তানও মানসিকভাবে ক্ষতির সম্মুখীন হবে। সন্তানের স্বাভাবিক জীবনে এর নেতিবাচক প্রভাব পড়বে। চলুন জেনে আসি, কঠোর শাসন সন্তানের উপর কী ধরনের প্রভাব ফেলে।
পড়াশোনায় পিছিয়ে যাওয়া
সন্তানকে পড়াশোনায় ভালো করতেই বাবা মায়েরা কষ্ট করেন♓। পড়াশোনায় ভালো করার জন্য চাপ দেন, বকাঝকা করেন। যা সন্তানের উপর নেতিবাচক প্রভাব ফেলে। সন্তানের মধ্যে ব্যর্ཧথতার ভয়, লজ্জা, তুলনা, শাস্তি ইত্যাদি নেতিবাচক চিন্তাভাবনা তৈরি হয়। যা থেকে সন্তান পড়াশোনায় আরও পিছিয়ে যায়।
মানসিক চাপ
বাবা-মা যদি কঠোর শাসন করেন, তবে সন্তানরা অতিরিক্ত মানসিক চাপে ভোগে। দীর্ঘস্থায়ী মানসিক চাপ তাদের শারীরিক স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব ফেলে। তাদের মানসিক বিকাশꦬ ক্ষতিগ্রস্ত হয়। নানাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ রকম মানসিক সমস্যা দেখা দেয়।
আত্মবিশ্বাস হ্রাস পায়
বাবা-মায়েরা যখন নিজের সন্তানকে অন্যের সন্তানের সঙ্গে তুলনা করেন, তখন সন্তানের আ𝕴ত্💜মবিশ্বাস কমে যায়। সে নিজেকে অন্যদের তুলনায় ছোট মনে করে। নিজের সবকিছুই অবজ্ঞা মনে হয়।
সৃজনশীলতা হ্রাস পায়
শিশুদের সৃজনশীল মনোভাব তাদের শিক্ষাসহ সবক্ষেত্রে সফলতা এনে দিতে পারে। যেসব বাবা মা &🎃nbsp;কঠোর শাসন করেন, তাদের শিশুদের মধ্যে সৃজনশীলতা হ্রাস প﷽ায়। তারা নতুন কিছু চিন্তা করতে পারে না। তাই তারা অন্যদের থেকেও পিছিয়ে পড়ে।
অতিরিক্ত ভয়
বাবা মা সারাক্ষণই বকাঝকা করেন। তাই সন্তানের মধ্যে ভয়ভীতিও বেড়ে যায়। সন্তানের মধ্যে সবসময় ব্যর্থতার ভয়, উদ্বেগ, ভীতি কাজ করে। তারা বাইরে কারো সঙ্গে মিশতে পারে না। অতিরিক💧্ত ভয়ে তারা নিজেদের গুটিয়ে রাখে।
সম্পর্কের অবনতি
কঠোর বাবা-মায়েদের সꦬঙ্গে সন্তানের সম্পর্ক খুব একটা ভালো হয় না। দিন দিন তাদের সম্পর্কের অবনতি হয়। দূরত্ব বাড়ে। একসময় সন্তান নিজেকে একা মনে করে এবং নিজের মনের🎀 ভাব প্রকাশ করতে পারে না। যা থেকে সন্তানের মানসিক বিপর্যয় হয়।
অমার্জিত আচরণ
সন্তানের সঙ্গে কঠোর হ𒉰লে, একসময় সেও আপনার সঙ্গে কঠোর আচরণ করবে। হয়তো একসময় আপনার শাসনকে আর তোয়াক্কা করবে না। অনেক সন্তান তো বেয়াদবী করে বসে। সে আপনাকে শত্রু মনে 🙈করবে। বাবা মায়ের থেকে কঠোর আচরণ দেখলে সন্তানও কঠোর হতে শিখে যায়।
সিদ্ধান্তহীনতায় ভোগে
বাবা মায়ের কাছ থেকে কঠোর শাসন পেয়ে বড় হওয়া সন্তানরা সিদ্ধান্তহীনতায় ভোগে। তারা কোনো বিষয়ে সিদ্ধান্ত পারে না। তাদের ভবিষ্যত হুমকির মুখে পড়ে যায়। জীবনে চলার পথে নানা রকম সমস্যায় ꦉপড়তে হয়। কারণ কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে জীবনে সফলতা পাওয় কঠিন হয়ে যায়।