• ঢাকা
  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শীতের পোশাক ধোয়ার ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০২:৩২ পিএম
শীতের পোশাক ধোয়ার ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখবেন
ছবি: সংগৃহীত

শীত নিবারণে অন্য সময়ের চেয়ে একটু ভিন্ন ধরনের পোশাক পরতে হয়। বিশেষ করে এ সময় উলের কাপড় অন্যতম। 💯আবহাওয়াজনিত কারণে এ সময় পোশাকের একটু বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। উলের কাপড়গুলোও অল্প কয়েক দিন পরপর ধুতে হয়। তবে অত্যন্ত প্রয়োজনীয় এই কাপড় ধোয়ার ক্ষেত্রে ছোটখাটো ভুলে কাপড়ের রং ও মান দুটোই নষ্ট হয়ে যেতে পারে। তাই উলের কাপড় ধোয়ার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন-

  • অনেকেই কাপড় ধোয়ার সময় কাপড় গরম পানিতে ভিজিয়ে রাখে। তবে সব কাপড় এভাবে গরম পানিতে ভিজিয়ে রাখবেন না। বিশেষ করে উলের কাপড় গরম পানিতে ধোয়া যাবে না। কারণ উল সংবেদনশীল হওয়ায় গরম পানিতে ধুলে এর ফাইবার ভেঙে যায়, যা সোয়েটার বা শালের বোনন নষ্ট করে দেয়।
  • উলের কাপড় ধোয়ার জন্য কড়া ক্ষারের ডিটারজেন্ট ব্যবহার করা যাবে না। কোমল পরিষ্কারক অথবা লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করতে হবে। এতে কাপড়ের গুণগত মান বজায় থাকে। এ ছাড়া পশমি কাপড় মেশিনে না ধুয়ে হাতে ধোয়া উচিত।
  • শীতের পোশাক কখনো মেঝেতে ঘষে ঘষে ধোয়া উচিত নয়। হালকা করে একটু হাত দিয়ে চেপে নিলেই এর ময়লা পরিষ্কার হয়ে যায়।
  • কাচার পর বেশি নিংড়াবেন না। এমতাবস্থায় এটি এড়াতে উলের কাপড় মৃদু হাতে ধুতে হবে এবং পানি ছেঁকে আলতো করে বের করতে হবে।
  • শীতের কাপড় রশিতে ঝুলিয়ে শুকোতে দেবেন না। যেখানে ভালো রোদ আসে সেখানে মাটিতে তোয়ালে পেতে শুকোতে দিন।
  • শীতের পোশাকে দাগ লাগলে সঙ্গে সঙ্গে দাগ লাগা জায়গাটি ধুয়ে ফেলার চেষ্টা করুন। এ ক্ষেত্রে ডিটারজেন্ট পানিতে ঘন করে মিশিয়ে নরম স্পঞ্জে করে দাগের পরে হালকা করে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন, দাগ চলে যাবে।
Link copied!