দেশের ৪ জেলায় পুলিশ সুপౠার (এসপি) পদে চার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট🔯্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, নাটোরের পুলিশ সুপার💟 মো. মারুফাত হুসাইনকে দিনাজপুর, পুলিশ সদরদপ্তরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইন🗹কে নাটোর, টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রাম এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মিজানুর রহমানকে টাঙ্গাইলের পুলিশ সুপার করা হয়েছে।