• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


৩ দফা দাবিতে অনশনে জাবির ৩ শিক্ষার্থী


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৪:১৪ পিএম
৩ দফা দাবিতে অনশনে জাবির ৩ শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তিন দফা দাবিতে টানা 🌟২৩ ঘণ্টা অনশন কর্মসূচি পাল🍸ন করছেন আইন অনুষদের তিন শিক্ষার্থী।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালꩵয়ের পুরাতন প্রশাসনিক ভবনের স꧋ামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তারা।

তাদের দাবিগুলো হলো- অনুষদের জন্য স্বতন্ত্র একাডেমিক ভবন বরাদ্দ, পরীক্ষার খাতা পূনর্মূল্যায়ন ও আইন অন𓃲ুষদের ভর্তি পরীক্ষা ‘এফ’ ইউনিটেඣ নেওয়া।

অনশনরত শিক্ষার্থীরা হলেন, আইন ও বিচার বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মালিহা হাꦬসান মাইশা ও একই ব্যাচের রফা রওনাক এবং ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. আসাদুজ্জামান।

অনশনরত শিক্ষার্থীরা🍸 বলেন, “দীর্ঘদিন ধরে স্বতন্ত্র একাডেমিক ভবন, পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন নিয়ে আমরা আন্দোলন করে আসছি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আমাদের নিয়ে আশানুরূপ কোনো সিদ্ধান্ত না আসায় আমরা আমরণ অনশনে বসেছি।”  

অনশনের বিষয়ে রফা রওনাক বলেন, “দাবিগুলো নিয়ে প্রশাসন আমাদের সঙ্গে টালবাহানা করছে। আমꦜাদের মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু মৌখিক আশ্বাসে আমরা সন্তুষ্ট নই। এর আগেও এমন আশ্বাস দেওয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমরা লিখিত আশ্বাস পাচ্ছি, ততক্ষণ অনশন চালিয়ে যাব।”

আরেক শিক্ষার্থী মো. আসাদুজ্জামান বলেন, “আমাদের তিন দফা দাবꩲির মধ্যে প্রথম এবং তৃতীয় দাবি নিয়ে প্রশাসন এখন পর্যন্ত কোনো সদুত্তর না দেও🅰য়ায় অনশন কর্মসূচি চলমান রয়েছে। দাবি না মানলে আজ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শুরুর আগে আমরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেব।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেলಞ আহমেদ বলেন, “আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আগের কোনো প্রশাসনই আইন ও বিচার বিভাগকে গুরুত্ব দিয়ে দেখ𝓡েনি, কিন্তু আমরা দেখছি। আশা করি আজকের সিন্ডিকেট সভায় তাদের নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।”

Link copied!