সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন গণ-অভ্যুꦑত্থানে আহতরা।
বৃহস্প𝔍তিবার (২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতালের সামনে শাহ🦄বাগ থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করেন তারা।
আহতদের দাবি, হাসপাতালে তারা উন্😼নত চিকিৎসা পাচ্ছেন না, এজন্য তারা সড়কে নেমেছেন।
আন্দোলনে থജাকা আহতদের একজন বলেন,𒆙 “আমরা দেশ স্বাধীন করলাম, অথচ আমাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না।”
এদিকে তা🅠দের আন্দোলনের ফলে সড়কের এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে। 🅰ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।