• ঢাকা
  • বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫, ,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মধ্যরাতে ছাদে পরস্ত্রীর সঙ্গে প্রেম, প্রেমিককে বেধড়ক মারধর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ১২:৫৩ পিএম
মধ্যরাতে ছাদে পরস্ত্রীর সঙ্গে প্রেম, প্রেমিককে বেধড়ক মারধর
যুবককে মারধর করা হচ্ছে। ছবি : আনন্দবাজার অনলাইন

মধ্যরাতে সাবেক প্রেমিকার স্বামীর ছাদে উঠে প্রেম করার সম☂য় হাতেনাতে ধরা পড়েছেন এক যুবক। এরপর তাকে ধরে বেধড়ক মারধর করেছেন ওই মহিলার স্বামী এবং পরিবারের সদস্যরা।

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের আমরোহার গজরৌলা এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই যুবককে মারধরের একটি ভি🌃ডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজ༒ার অনলাইন। ভাইরাল সেইও ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

আনন্দবাজার অনলাইনের তথ্যমতে, রোববার (২৯ ডিসেম্বর) রাতে ওই যুবক তার বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। মহিলার শ্বশুরবাড়ির ꦺছাদে তারা দেখাও করেন। এমন সময় ওই মহিলার স্বামী হা🌠তেনাতে ধরে ফেলেন তাদের। চিৎকার করে বাড়ির বাকি সদস্যদের ডেকে আনেন। এরপর ওই মহিলার স্বামী এবং পরিবারের বাকি সদস্যরা ওই যুবককে ধরে মারধর করেন।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, বাড়ির ছাদে ওই যুবকক🔯ে ধরে পেটাচ্ছ🍃েন কয়েকজন। এলোপাথাড়ি লাথি-ঘুষি চলে তার ওপর। লাঠি এবং বেল্ট দিয়েও মারা হয়। এসময় ওই যুবককে চিৎকার করে কাঁদতে ও হাতজোড় করে ক্ষমা চাইতেও দেখা দেখা যায়।

ভিডিওটি ভাইরালের পর তৎপর হ🐼য়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর তদন্ত শুরু হয়েছে। তদন্তের ফলাফলে🧜র ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!