• ঢাকা
  • বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫, ,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বর্ষবরণের রাতে মা ও ৪ বোনকে হোটেলে ডেকে নিয়ে খুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৩:৩৭ পিএম
বর্ষবরণের রাতে মা ও ৪ বোনকে হোটেলে ডেকে নিয়ে খুন
প্রতীকী ছবি

ইংরেজি বর্ষবরণের রাতে মা ও চার বোনকে🌌 হোটেলে ডেকে নিয়ে খুন করেছেন এক যুবক। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভারতের লখনৌয়ে এ ঘটনা ঘটেছে।

বুধবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে꧋ এ তথ্য জানিয়েছে আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজারের তথ্যমতে, বর্ষবরণের রাতে সপরিবারে আনন্দ করার জন্য আগরা থেকে এসেছিলেন লখনৌ। উঠেছিলেন একটি হোটেলে। সেখানেই পরিবারের এক সদস্যের হাতে খুন হন পাঁচজন। চার বোন এবং মাকে মেরে রাতেই পুলিশের ক🌸াছে আত্মসমর্পণ করেন ২৪ বছর বয়সী ওই যুবক।

পুলিশ জানিয়েছে, নিজের অপরাধের কথা স্বীকার করার পরে অভিযুক্তকে গ্রেপ্তার করাﷺ হয়েছে। কী ♔কারণে তিনি এমন কাণ্ড ঘটালেন, সেটাও জানিয়েছেন তদন্তকারীদের।

ওই 🦂যুবকের নাম আরশাদ। আগরার বাসিন্দা ওই যুবক মা এবং চার বোনকে নিয়ে মঙ্গলবার বর্ষশেষের রাতে লখনৌয়ের নাকা এলাকায় একটি হোটেলে উঠেছিলেন। রাতে খাওয়াদাওয়ার সময় পরিবারের পাঁচ সদস্যকে খুন করেন আরশাদ। অনুমান করা হচ্ছে, সম্ভবত খাবারে বিষ মিশিয়ে পরিবারের সদস্যদের মেরে ফেলেন আরশাদ।

ওই যুবকের মায়ের নাম আসমা। এ ছাড়া চার বোনের মধ্যে ৯ বছরের আলিয়া, ১৯ বছরের আলিশা, ১৬ বছরের আকসা এবং ১৮ বছরের রেহমিনকে হ🌼োটেলের ঘরে মৃত অ🔜বস্থায় পাওয়া যায়।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে পরিবারের পাঁচজনকে খুন করেছেন ওই ༒যুবক।

সেন্ট্রাল লখনৌয়ের ডিসিপি রবীনা ত্যাগী বলেন, “হোটেলের মধ্যে এক যুবক তার পরিবারের সদস্যদের খুন করেছেন বলে স্বীক🎶ার করেছেন। পুলিশ ইতোমধ্যে ওই যুবককে গ্রেপ্তার করেছে। বুধবার ফরেনসিক দল আসছে ওই হোটেলে। নমু��না সংগ্রহ করা হবে। কীভাবে খুন করা হয়েছে তার তদন্ত চলছে।”

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!