• ঢাকা
  • বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫, ,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


স্বৈরাচারী অঞ্জনাকে জনসম্মুখে আনছেন মনির খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০১:২২ পিএম
স্বৈরাচারী অঞ্জনাকে জনসম্মুখে আনছেন মনির খান
সঙ্গীতশিল্পী মনির খান। ছবি: ফেসবুক থেকে

প্রতিবার নতুন বছরের প্রথম দিন ‘অঞ্জনা’ শিরোনামে গান প্রকাশ করে আসছেন নন্দিত সংহীতশিল্পী মনির খান। সেই ধারাবাহিকতায় এবারও ন꧃তুন গান নিয়ে বুধবার (১ জানুয়ারি) ফিরছেন তিনি। তবে এবার ব্যতিক্রমী এক অঞ্জনাকে তুলে ধরা হয়েছে নতুন গানটিতে। গানের শিরোনাম ‘স্বৈরাচারী অঞ্জনা’। বিষয়টি গায়ক নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

বুধবার (১ জানুয়ারি) গায়কের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে নতুন গানটি।
‘আমার জীবন যদি দেশ হয় তার, তুই যে প্রধানমন্ত্রী... অঞ্জনা’- এমন কথায় ‘স্বৈরাচারী অঞ্জনা’ শিরোনামে গানটির কথা লিখেছেন ও সুর করেছেন খ্যাতিমান গীতিকার ও সংগীত༺ পরিচালক মিল্টন খন্দকার। 

সঙ্গীত আয়💙োজন করেছেন বিনোদ রায়। এরই মধ্যে এর মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে।  

শিল্পী মনির খান বলেন, ‘এবার একটু ভিন্ন ধারায় অঞ্জনা গান তৈরি করেছি। বর্তমান পরিস্থিতি এবং অঞ্জনার চারিত্রিক বিষয়গুলো মিল রেখেই সৃষ্টি করা হয়েছে এই গানটি। শ্রোতারা তো বরাবরই আমার গান শোনেন, গান শু💯নে আমাকে ভালোবেসেছেন, হৃদয়ে জায়গা করে দিয়েছেন বলেই আমি আজ এখানে এসেছি। এ কারণেই দীর্ঘদিন ধরে সংগীতের সঙ্গে চলতে পারছি।’

জনপ্রিয় এই সংগীতশিল্পী আরও বলেন, “আশা করছি এবারের ‘অঞ্জনা’র স্বাদ একদমই ভিন্ন ধাঁচের হবে। এ শিরোনামে তো অনেক গান করেছি। প্রতিটি গানেই নিজের সেরাটা দিয়েছি। তবে এবারের গানটি নিয়ে কিছু না বললেই নয়। এবার শ্𒅌রোতাদের কাছে জোর গলায় বলছি এ কারণে যে, এবারের অঞ্জনায় যেমন ব্যতিক্রমী ধাঁচ ও স্বাদ রয়েছে, একইসঙ্গে শ্রোতারা মজা পাবেন।”

১৯৯৬ সালে মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’-এ প্রথমবারের মতো প্রকাশ পায় ‘অঞ্জনা’ শিরোনামের গান। ওই সময় গানটি প্রকাশ হওয়ার ♛পর দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর থেকে প্রায় সব অ্যালবামেই জায়🃏গা করে নিয়েছে ‘অঞ্জনা’ শিরোনামের গান।  

Link copied!