জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ সময় ধরে নতুন সিনেমায় দেখা যায় না তাকে। নিজের ব্যবসাপ্রতিষ্ঠান আর মাঝে মাঝে ফটোশুটে অংশ ন🅺িয়ে ব্যস্ত 🃏থাকেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেꦰ তাক লাগিয়ে দেন ভক্তদের। এবার বছরের প্রথম দিনেই ܫনতুন লুকে নেটদুনিয়ায় মুগ্ধতা ছড়ালেন অপু।
বুধবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন অপু। ক্য♉াপশনে চিত্রনায়꧂িকা লিখেছেন, ‘কোনো কিছুর শেষ থেকেই শুরু হয় নতুন কিছু।’
ছবিগুলোতে দেখা যায়, অপু বিশ্বাসের পরনে রয়েছে কালো রঙের একটি মিনি গাউন। সঙ্গে লাল রঙের একট🎶ি ব্লেজার। পায়ে লং বুট জুতা। উঁচু ঝুঁটিতে হেয়ার স্টাইল আর মেকআপে একদম ভিন্ন অবতারে ক্যামেরায় ধরা দিয়েছেন অপু।
ছবিগুলো পোস্ট করা মাত্রই নানান মন্তব্যে অপুকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘অসাধারণ মনোমুগ্ধকর লাগছে। অন্যজন লেখেন, মাশআল্লাহ। আবার কেউ কেউ🃏 বলছেন, দিন দিন পুরোনো লুকে ফিরছেন অপু।’
আরেকজন লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে দিন দিন আগের জায়গা💎য় ফিরে আসছেন’ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ।
অপু বিশ্বাস ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। তিনি ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টির অধি🔴ক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন।