• ঢাকা
  • বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫, ,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে থাকায় অস্ট্রেলিয়াই ভয়ে থাকবে: সুমাইয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৫:৫৪ পিএম
বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে থাকায় অস্ট্রেলিয়াই ভয়ে থাকবে: সুমাইয়া
সুমাইয়া আক্তার। ছবি : সংগৃহীত

এবারের অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে অস্ট্রেলিয়াও। গ্রুপ পর্বে জুনিয়র টাইগ্রেসদের বড় বাꦉধা হতে পা⛄রে অজি মেয়েরা। তবে অস্ট্রেলিয়াকে বড় দল হিসেবে না দেখে, নিজেদের শক্তিমত্তায় নজর দিচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক সুমাইয়া আক্তার।

আসন্ন নারী বিশ্বকাপে বাংলাদেশের জায়গা হয়েছে ‘ডি’ গ্রুপে। যেখানে সুমাইয়াদের সঙ্গী অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে, 🧔এই আসর নিয়ে প্রত্যাশার কথা শুনিয়েছেন সুমাইয়া।

তিনি বলেন, ‘আসলে আমরা ওভাবে কিছ🌌ু ঠিক করিনি। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলব। আমাদের দলটা অনেক ভালো। আমরা যদি আমাদের ভূমিকা পালন করতে পারি… আমি জানি আমার দলের শক্তির জায়গা কী…আমরা যদি শক্তির জায়গা নিয়ে লড়াই করি, ভালো কিছুই হবে।’

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া হোক বা যে-ই হোক,🌃 আমরা আমাদের খেলাটা খেলে… আমরা মনে করি না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে… আমার মনে হয়, ওরাই ভয় পাবে যে, বাংলা🗹দেশের গ্রুপে পড়েছে।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন দ্বিতীয় আসর শুর✱ু হবে আগামী ১৮ জানুয়ারি মালেয়শিয়ায়। তবে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে বৃহস্পতিবার। কারণ এই আসরের আগে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। সুমাইয়াদের গন্তব্꧅য এখন শ্রীলঙ্কা। সেখানে লঙ্কানদের সঙ্গে চার ম্যাচের সিরিজ খেলে তারা সরাসরি চলে যাবেন বিশ্বকাপে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!