• ঢাকা
  • বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ২ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নতুন বছর যেভাবে উদযাপন করলেন কাজল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৫:০৮ পিএম
নতুন বছর যেভাবে উদযাপন করলেন কাজল
বলিউড তারকা কাজল। ছবি: সংগৃহীত

বলিউডের জ𒆙নপ্রিয় অভিনেত্রী কাজল। চলতি বছরে আগস্টে পঞ্চাশ বছরে পা দিয়েছেন এই অভিনেত্রী। তার মেয়ে নাইসা, ছেলে যুগ বড় হয়ে গিয়েছে অনেকটাই। ছেলে-মেয়ে হওয়ꦦার পর মাঝে একটা সময় অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। কিন্তু কয়েক বছর ধরে পুরোদমে কাজ শুরু করেছেন।

১৯৯২ সাল থেকে বড় পর্দায় কাজ করছেন কাজল। ক্যামেরার সামনে তার সাবলীল অভিনয় এখনো মুগ্ধ করে ভারতীয় দর্শককে। তবে যখন🍬 প্রচারে ছিলেন না, সেই সময় একই রকম উৎসাহ ছিল তাকে ঘিরে। জনপ্রিয়তায় কখনোই ভাটা পড়েনি তার।

নতুন বছর এসেছে। বছরের শুরুটা কীভাবে উদযাপন করলেন বলিউড তারকা কাজল? সামাজিক মা🐎ধ্যমে কীভাবে শুভেচ্ছা-ই বা জানালেন অনুরাগীদের?

ইনস্টাগ্রামে স্বামী অজয় দেবগণ ও ছেলে যুগের সঙ্গে হাসিমাখা মুখের ছবি পোস্ট করেছেন কাজল। সঙ্গে লিখেছেন, ‘ব্যস! এভাবেই শেষ হলো ২০ไ২৪। আর যেভাবে শেষ হলো তা যেকোনো ছবির সমাপ্তির তুলনায় বেশ ভালো।’

এখানেই না থেমে কাজল আরও লেখেন, “প্রার্থনা করি, সবার বাড়িতে যেন এত অতিথির হামেশা সমাগম হয়, যাতে বসার আসন কম পড়ে যায়, চাই সবার খাবার টেবিল যেন ভরে ওঠে সুস্বাদু খাবার এবং বন্ধুদ🌸ের কোলাহলে। এবং খুব চাই আপনাদের সবার প্রতিবেশী যেন হামেশা নালিশ জানাতেই থাকেন আপনাদের কখনো না শেষ হওয়া পার্টির হৈ-হল্লা নিয়ে।”

এবং মোক্ষম প্রার্থনাটা শুভেচ্ছাবার্তার একেবারে শেষের জন্য তুলে রেখেছিলেন কা💃জল-”এবং প্রার্থনা করি, আপনাদের আনন্দ যেন ছোঁয়াচে হয় আপনাদের চারপাশ জুড়ে থাকা সবার মধ্যে।”

স্বামী ও ছেলে থাকলেও ছবিতে দেখা যায়নি কাজল-কন্য🉐াকে। নেটিজেনরা সেই কথা উল্লেখ করার পাশাপাশি নতুন বছরের পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন এই বলি-অভিনেত্রীকে। 

সম্প্রতি ওটিটি সিরিজ ‘দো পত্তি’তে দেখা গিয়েছে কাজলকে।🔯 সিরিজে কৃতি শ্যাননের দ্বৈত ভূমিকা থাকলেও বরাবরের মতো নজর কেড়েছেন কাজল। দর্শক ও সমালোচক-দুই মহলেই দারুণ প্রশংসিত হয়েছে এই সিরিজ।

Link copied!