• ঢাকা
  • বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫, ,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এবার বিশাল অর্থে নতুন ব্যবসা শুরু মেসির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৪:০৮ পিএম
এবার বিশাল অর্থে নতুন ব্যবসা শুরু মেসির
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

আটবারের ব্যালন ডি’অর খেতাবজয়ী, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি এবার রিয়েল এস্টেট ব্যবসায় নাম লেখালেন।𝄹 স্পেনের বাজারে তার মালিকানাধীন রিয়েল এস্টেট বিনিয়োগ ট্র🐬াস্ট, ‘এদিফিসিও রোসটাওয়ার সোচিমি’ আত্মপ্রকাশ করেছে।

এ ট্রাস্টের প্রতিটি শেয়ারের দাম ৫৭.৪ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার টাকার বেশি। ট্রাস্টটির ম💃োট বাজার মূলধন ২২ কোটি ৩০ লাখ ইউরো, অর্থাৎ প্রায় ২ হাজার ৭৮৪ কোটি ৩৭ লাখ টাকা।

মেসির রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্টের নাম এদিফিসিও রোসটাওয়ার সোচিমি। এটি একটি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (আরইআইটি) হিসেবে তালিকাভুক্ত। বিশ্বের অন্যতম শীর্ষ স্টক এক্সচেঞ্জ পোর্টফোলিওর প্রস্পেক্টাস অনুযায়ী অনুযায়ী, মেসি নিজে𝓀ই এই বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান। এই ট্রাস্টের অধীন🔯ে ৭টি হোটেল, ৩টি অফিস স্পেস ও ৫টি অ্যাপার্টমেন্ট ছাড়াও লন্ডন ও প্যারিসে আছে আবাসিক সম্পত্তি।

এর একমাত༒্র শেয়ারহোল্ডার মেসির🐬 পারিবারিক বিনিয়োগের বাহন, যার নাম লিমেকু এস্পানা ২০১০।

এদিফিসিও রোসটাওয়ার সোচিমি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হলেও, গত দুই বছর (২০২২ এবং ২০২৩) কোম্পানিটি কিছুটা ক্ষতির সম্মুখীন হয়। তবে এখন মেসি এবং তার পরিবার ব্যবসায় 𒀰আরো মনোযোগী হয়ে কাজ শুরু করেছেন।

যদিও মেসি নিজে এ ট্রাস্টের চেয়ারဣম্যান, তবে ফুটবল খেলার ব্যস্ততা থাকার কারণে তিনি খুব বেশি সময় দিতে পারেন না।

এর পরিবর্তে, তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো বর্তমানে কোম্পানᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚির ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করছেন এবং ব্যবসার পরিচালনা নিয়ে মূলত তার দায়িত্ব।

খেলা বিভাগের আরো খবর

Link copied!