সাতক্ষীরা সদর উপজেলায় বাসের চাপায় আমানুল্লাহ (৬০) নামের এক বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৩০ 💫মাইল নগরঘাটা এলাকার খুলনা-সাতক্ষীরা ম🥂হাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদরের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেনꦆ। নিহত আমানুল্লাহ (৬০) সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের শরিয়াতুল্লাহর ছেলে।
প্রত্যক্ষদ♏র্শীদের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা অভিমুখী ইমাদ পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানটি চূর্ণ-বিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক আমানুল্লাহ নিহত হন।”
ঘটনার প্রত্যক্ষদর্শী ও অগ্রগতি এনজিওর পরিচালক আব্দুস সবুর জানান, আমানুল্লাহ তার কর্মস্থল অগ্রগতি রিসোর্ট🍨ের দিকে আসছিলেন। এ সময় দ্রুতগামী বাসটির চাপায় নিহত হন তিনি। বয়োবৃদ্ধ ভ্যানচালকের চারটি মেয়ে রয়েছে। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়ল।
তিনিসহ স্থানীয়রা বাসচ🦩ালককে দ্রু🍸ত গ্রেপ্তারের দাবি জানান।