• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যেসব কৌশলে লিপস্টিকের রং দীর্ঘসময় টিকে থাকবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪, ১১:৪৬ এএম
যেসব কৌশলে লিপস্টিকের রং দীর্ঘসময় টিকে থাকবে
যেসব কৌশলে লিপস্টিকের রং দীর্ঘসময় টিকে থাকবে। ছবি: সংগৃহীত

সেজেগুজে কোথাও বেড়াতে গিয়ে খেতে বসলেন, খাওয়ার পর দেখলেন লিপস্টিরে রং ওঠে গেছে। তাহলে পুরো সাজটাই মাটি হয়ে যায়। সঙ্গে হয়ত ব্যাগে লিপস্টিক রাখলেন কিন্তু সবজায়গায় গিয়💙েই তো আর ঠোঁটে লিপ💞স্টিক লাগানো যায় না। তার চেয়ে লিপস্টিক উঠবে না, এমন ব্যবস্থা করলে কেমন হয়? চলুন জেনে নেই দীর্ঘক্ষণ লিপস্টিকের রং টিকিয়ে রাখার কৌশল-

  • লিপস্টিক কেনার আগে সোয়াচ টেস্ট করে নিন৷ হাতে লাগিয়ে একটু সময় শুকোতে দিন৷ এবার সোয়াচের ধার বরাবর একটুখানি অ্যালকোহল বেসড টোনার লাগিয়ে ঘষে দেখুন রং কতটা হালকা হয়ে আসছে৷ যদি রং মোটের উপর থেকে যায়, তা হলে ধরে নিতে পারেন, লিপস্টিকের রং যথেষ্ট স্থায়ী হবে৷
  • ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে আপনাকে অবশ্যই মৃত ত্বক স্ক্রাব করতে হবে। এক্ষেত্রে গোলাপ জল, মধু এবং চিনি দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন লিপ স্ক্রাব। ঠোঁটে স্ক্রাব করার পর লিপবাম এবং তার পর লিপস্টিক লাগান।
  • ফাটা ঠোঁটে ম্যাট লিপস্টিক লাগালে আরও শুকনো লাগে, ফাটা চামড়ার সঙ্গে রংও উঠে যায়৷  তাই ঠোঁট ফাটা থাকলে আগে ঘন হাইড্রেটিং ক্রিম লাগিয়ে ঠোঁটের হাল ফেরাতে হবে৷
  • লিপ লাইনারের ভূমিকা আগে ঠোঁটের আউটলাইন আঁকার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন ঠোঁটের রং হিসেবেও লিপ লাইনার ব্যবহার করা হচ্ছে৷ তাই লিপস্টিক লাগানোর আগে একটি লিপ লাইনার দিয়ে আপনার ঠোঁট লাইন করুন এবং এটি সম্পূর্ণ ঠোঁটেও লাগান। এতে লিপস্টিক লাইনারের সঙ্গে লেগে থাকবে এবং এটি দীর্ঘস্থায়ী হবে। এই পদ্ধতিতে ঠোঁট পুরুও মনে হবে।
  • লিপস্টিক লাগানোর আগে প্রাইমার ব্যবহার করুন। প্রাইমার লিপস্টিককে বেশিক্ষণ টিকিয়ে রাখতে সাহায্য করবে।
  • লিপস্টিক লাগিয়ে একবার টিস্যু পেপার দিয়ে বাড়তি রং তুলে নিন।
  • গাঢ় রঙের লিপস্টির বা সিলিকন আছে এমন লিপস্টিক ব্যবহার করুন। সিলিকন দীর্ঘ সময় ধরে লিপস্টিককে ধরে রাখতে সাহায্য করে।
Link copied!