• ঢাকা
  • রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যেসব কৌশলে জিন্সের রঙ টিকবে বেশি দিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৪, ০১:৫২ পিএম
যেসব কৌশলে জিন্সের রঙ টিকবে বেশি দিন
ছবি: সংগৃহীত

অফিস হোক বা কোথাও বেড়াতে যাওয়া আরামদায়ক ও স্টাইলিশ পোশাক হিসেবে জিন্স সবার পছন্দের। তবে সাধ করে জিন্‌স কিনলেও দিন কয়েকের মধ্যেই ফ্যাকাশে হয়ে যায়। মূলত এর কারণ ভুল কৌশলে কাচা। এদিকে জিন্স যে ডেনিম কাপড়ে তৈরি সেই ডেনিম প্রস্তুতকারক কোম্পানি দীর্ঘ দিন ধরে বলে আসছে- যত দিন সম্ভব না ধুয়েই জিনস পরুন, তাহলেই জিনস বেশিদিন টিকবে। কিন্তু আমাদের দেশের আবহাওয়ার বাস্তব পরিপ্রেক্ষিতে তা অসম্ভব। ফলে আমাদের জিন্স কয়েকদিন পরার পরই ফ্যাকাশে হয়ে যায়। তবে কিছু কৌশল অবলম্বন করলে জিন্সের রঙ টিকবে বেশি দিন।ꦕ জেনে নিন কীভাবে কাচবেন-

ব্রিটিশ 🔥জিনস প্রস্তুতকারক হিউট ডেনিম ক্র෴েতাদের এ বিষয়ে কী পরামর্শ দিচ্ছে। তারা বলছে, ‘ধোয়ার আগে ছয় মাস ধরে ব্যবহার করলেই ডেনিম কাপড় ভালো থাকে। যত বেশি না ধুয়ে রাখবেন আপনার জিনস তত বেশি ভালো দেখাবে।’

  • অনেকেরই রোজ পোশাক কেচে পরেন। কিন্তু জিনস বারবার কাচলে রং ফ্যাকাসে হয়ে যায়। তাই চেষ্টা করুন ঘন ঘন না ধুতে। এক্ষেত্রে আলমারিতে একাধিক জিন্স রাখুন। ঘুরিয়ে-ফিরিয়ে পরুন। বেশি ঘন ঘন কাচবেন না। এতে বেশি দিন টিকবে।
  • জামাকাপড় বেশি নোংরা হলে অনেকেই গরম পানিতে কাচেন। ডেনিমের ক্ষেত্রে কিন্তু সেই ভুল করবেন না। ডেনিম সব সময়ে ঠান্ডা পানিতে কাচুন। তা হলেই রঙ টিকবে।
  • আপনার প্রিয় জিন্সটিতে যদি দাগ লেগে যায় তাহলে সেই দাগ দূর করার জন্য বেকিং সোডা ও পানি দিয়ে পেস্ট তৈরি করুন। এবার একটি টুথব্রাশে এই পেস্ট লাগিয়ে দাগে আস্তে আস্তে ঘষুন। দাগ উঠে যাবে।
  • কাচার পর জিন্স নিংড়ানো ঠিক নয়। বরং টানটান করে পানি ঝরাতে মেলে দিন। খানিকক্ষণ পর রোদে দিয়ে শুকিয়ে ফেলুন। রং টেকসই করে রাখতে উল্টো করে রোদে শুকোতে দিন।
  • ডেনিম সব সময়ে উল্টো করে কাচুন। এতে রঙ ফিকে হবে না।
  • জিন্স হাতে ধুলেই ভাল। ওয়াশিং মেশিনে কাচলে খারাপ হবে তাড়াতাড়ি।
  • জিন্সের রঙ ধরে রাখতে কাচার সময়ে বালতির পানিতে কয়েক ফোঁটা ভিনিগার মিশিয়ে নিন। এতে জিন্স ভালো থাকবে।
  • অনেকদিন পরার পর জিন্সের তেল চিটচিটে দাগ দূর করতে একটা কাপড় হালকা করে ভিজিয়ে চিপে নিন। এবার জিনসে বসে যাওয়া দাগ ঘষে ঘষে তুলতে থাকুন।
  • আর জীর্ণ জিনসের গন্ধ তাড়াতে হলে কড়কড়ে রোদে শুকাতে দিন। একবার সরাসরি রোদে দিয়ে আবার ভেতরে বাইরে উল্টে নিয়ে ভেতরের অংশ বাইরে রেখে রোদে দিন। রোদে শুকানোর পর দুবারই ভালো করে ঝেড়ে নিন জিনস।
Link copied!