• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মিস ইউনিভার্স-এর মঞ্চে এবারই প্রথম হিজাব সুন্দরী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৭:৫৫ পিএম
মিস ইউনিভার্স-এর মঞ্চে এবারই প্রথম হিজাব সুন্দরী
সূত্র: সংগৃহীত

প্রতিবছরের মতো এবারও বসেছে মিস ইউনিভার্সের জমকালো আসর। মেক্সিকো সিটিতে জমে উঠেছে এবারের আসর। তবে প্রতিবারের আয়োজন থেকে এবার একটু ভিন্ন ঘটনা ঘ💝টেছে। বলা যায়, মিস ইউনিভার্সের মঞ্চে প্রথমবারের মতো ঘটে যাওয়া একটি খরব এখন চড়াও হয়েছে নেট দুনিয়া। আর খবরটি হলো, এবারের আসরে প্রথমবারের মতো হ🌼িজাব পরে অংশ নিয়েছেন এক সুন্দরী। তার নাম খাদিজা ওমর।

জানা যায়, খাদিজা ওমন সোমালিয়ান সুন্দরী। বয়স ২৩ বছর। আফ্রিকার দেশ কেনিয়ার এক শরণার্থী ক্যাম্পে জন্মেছেন এই সুন্দরী। ২০১০ সালে বাবা–মাসহ কানাডায় আসেন। শরণার্থী থেকে অভিবাসী হিসেবে পরিচিতি পান। মুসলিম উদ্বাস্তু ও কৃষ্ণাঙ্গ পরিবারের মেয়ে খাদিজা। নিজের স্বপ্নপূরণেই মিস ইউনিভার্সের আসরে হাজির হয়েছেন। প্রথম হিজাব পরা নারী হিসেবে অংশ꧑ নিয়ে রীতিমতো সবার দৃষ্টি কেড়ে নিয়েছেন এই সুন্দরী।

নেটিজেনরা বলছেন,  সৌন্দর্য ও ফ্যাশনের কোনও বাঁধা-ধরা সংজ্ঞা নেই এবং সু𝄹ন্দরী প্রতিযোগিতার মঞ্চ সবার জন্যই উন্মুক্ত তার প্রমাণ দিয়েছে খাদিজা ওমরের অনবদ্য উপস্থিতি।

ইতোমধ্যে খাদিজা ওমরের ছবি নেটদুনিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। তার নিজস্ব ইনস্টাগ্রাম প্রোফাইলে বেশ কিছু ছবি নজর কেড়েছে নেটিজেনদের। এর মধ্যে কালো পোশাকের সঙ্গে গ্লস🌊ি মেকআপ আর মাথার বিশালাকৃতির ফুলেল হেডপিস পরা খাদিজার ছবিটি প্রশংসা কুড়িয়েছে।

আরও দেখা যায়,✃ সোমালিয়া এই সুন্দরীর পরনে অফ হোয়াইট স্লিটেড হাতার ফুলেল গাউন, বসলেডি লুকে ফুশিয়া গোলাপি প্যান্ট স্যুট পরা খাদিজাকে বেশ সুন্দর মানিয়েছে।

এছাড়াও মিস ইউনিভার্স মঞ্চে খাদিজা হাজির হয়েছেন প্যাস্টেল পোশাকে রাইনস্টোন বসানো পোশাকে। সঙ্গে রয়েছে মিনিমাল মেক-আপ আর বোল্ড চোখের সাজ। আবার আকাশী নেটের গাউন✅ের সঙ্গে ম্যাচিং হিজাব, উষ্ণ বাদামী রংয়ের শরীর আঁকড়ে ধরা রাইনস্টোনের গাউ⛎নের সঙ্গে বোল্ড মেকআপ আর পাথরের লম্বা কানের দুল যেন খাদিজাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

শুধু তাই নয়, মিস ইউনিভার্সের আসরে ঐতিহ্যবাহী সোমালি পোশাকে নিজের দেশের সংস্কৃতিকে তুলে ধরেছেন খাদিজা। বেগুনি স্টাইলিশ ড্রেসের সঙ্গে কালো হিজাব, কিমোনো স্টাইলের গাউনের সঙ্গে অভিনব স্🍎টাইলের হিজাব, পিন স্ট্রাইপ স্যুটের সঙ্গে ম্যাচিং হিজাব এবং রূপালি পোশাকের সঙ্গে উইগের স্টাইলের হিজাব পরে অন্য প্রতিযোগিদের সমানভাবে টেক্কা দিচ্ছেন এই সোমালিয়ান সুন্দরী।

মিস ইউনিভার্স-২০২৪ এর আসরে হিজাব পরা সোমালিয়ান সুন্দরী খাদিজা ওমন যদি এবারের শিরোপা জিতে যান, তবে এই মঞ্চে ইতিহাস সৃষ্টি হবে বলে মন্তব্য নেটিজ♏েনদের।

Link copied!