• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কনসিলার ব্যবহারে নিখুঁত হবে মেকআপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪, ০৩:৫৩ পিএম
কনসিলার ব্যবহারে নিখুঁত হবে মেকআপ
ছবি: সংগৃহীত

ত্বকের ক্ষত ঢেকে ফেলতে কিংবা মুখক🌳ে আরও শার্প দেখাতে মেকআপের জুড়ি নেই। আগের দিনে পাউডার, লিপস্টিক আর কাজল ব্যবহার করেই মেকআপ সেরে নেওয়া হতো। কিন্তু এখন মেকআপে অনেক প্রসাধন♋ীর ব্যবহার হয়। যত প্রসাধনীর ব্যবহার হয় ততই যেন নিখুঁত হয় মেকআপ। সেই সুবাদে এখন কনসিলারের ব্যবহার বেড়েছে। এটি ম্যাজিক স্টিকের মতো কাজ করে। যা দিয়ে মুখের দাগছোপ ঢেকে ফেলা যায় নিমিষেই।

অনেকের ত্বকে ব্রণের দাগ, চোখের নিচে ডার্ক সার্কেল, ত্বকের রঙের অসামঞ্জ্যতা থাকে। এসব সমস্যার সমাধান দেবে কনসিলার। মেকআপের ফুল কাভারেজ ফাউন্ডꦯেশনের পরই কনসিলার ব্যবহার করতে হয়। যা দাগের উপর লাগিয়ে নিতে হয়। এরপর ধাপে ধাপে বাকি মেকআপ সম্পন্ন করতে হয়। ব্যস,  এক൲দম দাগহীন ত্বক দেখাবে।

মেকআপে কনসিলারের আরও কি🏅ছু ব্যবহার রয়েছে। তাই এটি ‍‍`মাল্টিপারপাস‍‍` মেকআপ পণ্য। যেমন_ চোখের পাতায় আইশ্যাডোর রং ফুটিয়ে তুলতে কনসিলার লাগানো যেতে পারে। এতে আইশ্যাডোর রং  স্পষ্ট হয়। মেকআপও স্থায়ী থাকে।

এছাড়াও ঠোঁটের সৌন্দর্য ফুটিয়ে তুলতে কনসিলার ব্যবহার করা যায়। ঠোঁটের বাইরের ধার বরাবর কনসিলার লাগিয়ে নিন। এরপর স্বাভাবিক লিপলাইন দিয়ে ঢেকে দিন। কনসিলার ব্রাশ দ𒈔িয়ে ভেতরের দিকে ব্লেন্ড করুন। এরপর লিপস্টিক লাগান। লিপস্টিকের রঙ সুন্দর করে ফুটে উঠবে।

এটি দাগ ঢেকে ফেললেও ফাউন্ডেশনের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে না। বরং এটি ফাউন্ডেশনের চেয়ে ভারি হয়। তাই ফাউন্ডেশনের মতো পুরো মুখে কনসিলার ব্যবহার করা যাবে না। শুধুমাত্র, দাগে🐲র স্থানে বা কালো স্থানগুলোতেই কনসিলার লাগাতে হবে। তবে খেয়াল রাখতে হবে, 🧸কনসিলারের অতিরিক্ত ব্যবহার মুখের সাজকে কৃত্রিম দেখাবে।

বাজারে যেসব কনসিলার পাওয়া যায়

চার ধরনের কনসিলার পাওয়া যায়। ম্যাট, ওয়াটারি, শিমার আর অয়েলি। দাগ ঢাকার পাশাপাশি ঘন এবং ভারি কাভারেজের কনসিলারগুলো নিখুঁত বেইজ মেকআপের জন🅷্য ব্যবহার হয়। অন্যদিকে নাকের দুইপাশে রঙের ভিন্নতা কিংবা ত্বকের 🐓রঙের অসামঞ্জস্যতা ঠিক করতে কালার কারেকটিং কনসিলার ব্যবহার হয়। স্কিন টোন অনুযায়ী কনসিলার বেছে নিতে হবে।

ব্যবহারের সঠিক নিয়ম

কনসিলার ব্যবহারের আগে ত্বককে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। এরপর প্রাইমার লাগিয়ে নিতে হবে। প্রাইমার পুরো মুখে লাগানো হলে ত্বকের ধরণ অনুযায়ী ফাউন্ডেশন লাগাতে হবে। এরপরই প্রয়োজনে কনসিলার ব্যবহার করতে হবে। অল্প কনসিলার ব্যবহার যথেষ্ট। আগে কনসিলার ব্যবহার করে পরে ফাউন্ডেশন লাগানো যাবে না। এতে মেকআপ ভালো হবে না। কনসিলার ঘষে লাগাবেন না। স্পঞ্জ দিয়ে চেপে চেপে বসিয়ে দিন। এর ওপর লুজ পাউডার ব্যবহার করু🌸ন।

কেমন কনসিলার ব্যবহার করবেন

ত্বকের রং থেকেও এক শেড হালকা কনসিলার মানানসই হবে। চোখের নিচের ডার্ক সার্কেল ঢাকতে ত্বকের চেয়𓄧ে এক বা দুই শেড হালকা কনসিলার বেছে নেওয়া যায়। দামি আর ভালো ব্র্যান্ডের কনসিলার হলেও তা ১৮ মাসের বেশি ব্যবহার করা ঠিক নয়। এতে ত্বকের যে কোন প্রকার সমস্যা ও অ্যালার্জি হতে পারে।

Link copied!