চুল পড়ার সমস্যায় কমবেশি সবাই ভোগেন। একটা নির্দিষ্ট পরিমাণ চুল সবারই পড়ে কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশি পড়লেই সমস্যা। চুল পড়ার সমস্যায় বাড়িতেই বানিয়ে নিতে পারেন বিশেষ ✨১টি তেল। চলুন দেখে নিন কীভাবে এই তেল বানাবেন।
যা যা লাগবে
- ২টি আমলকী
- আধা টেবিল চামচ মেথি
- আধা চা-চামচ কালিজিরা
- আধা টেবিল চামচ কারিপাতা
- ৪-৫টি লবঙ্গ
স🐲বগুলো উপাদান একসঙ্গে থেঁতো করে নিন। তারপর একটি পাত্রে আধা লিটার নারকেল তেল নিয়ে তাতে থেঁতো করা মিশ্রণটি যোগ করুন। হালকা আঁচে জ্বাল দিন। নেড়েচেড়ে জ্বাল দিতে থাকুন যতক্ষণ না থেঁতো করা মিশ্রণের জলীয় অংশটা মিশে যায়। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন। কাচের বোতলে সংরক্ষণ করুন। ব্যবহারের আগে স্টিলের পাত্রে তেল নিয়ে গরম পানির বড় পাত্রের ওপর রেখে উষ্ণ করে নিতে পারেন।