নখের যত্নে মেনিকিউর খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঠিকঠাকভাবে মেনিকিউর করতে পারলে নখ দীর্ঘ সময় ভালো থাকে। সে জন্য যে সব সময় স্যালনেই যেতে হবে তা না। ঘরে বসেই স্যালনের মতো মেনিকিউর ♏করা সম্ভব। তবে খেয়াল রাখবেন নিজে মেনিকিউর করতে গিয়ে বেশি সময় নখ পানিতে ভিজিয়ে রাখবেন না। নিয়মিত স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। স্বাস্থ্যসম্মত খাবারে নখের স্বাস্থ্য ভালো থাকবে। আর নখের স্বাস্থ্য ভালো থাকলেই মেনিকিউর বেশি সময় টিকে থাকবে। দীর্ঘ সময় মেনিকিউর টিকিয়ে রাখতে যেসব বিষয় অবলম্বন করবেন।
- নখে মেনিকিউর করার সময় নেইলপলিশ না থাকলে নেইল রিমুবার ব্যবহার করে না সাধারণত। তবে আপনি জানেন কি, নখে নেইলপলিশ থাকুক আর না থাকুক নেইল রিমুভার ব্যবহার করুন। এতে নখে যদি তেল বা অন্য কোন ময়লা লেগে থাকে তা উঠে যাবে।
- নখ পরিষ্কার করতে অনেকে নরম-ব্রিস্টেড পরিষ্কার টুথব্রাশ করেন। তবে কাঠের চিকন কিউটিকল পুশারও ব্যবহার করা যেতে পারে নখের চারপাশ পরিষ্কার করার জন্য।
- নখের আকার ঠিক রাখুন। অনেকেরই বড় নখ পছন্দ কিন্তু মাঝারি আকারের নখ রাখাই ভালো। বড় নখ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি অন্যদিকে ছোট আকারের নখ টেকসই থাকে। ছোট নখে ময়লা কম জমে আবার পরিষ্কার করাও সহজ। এখন অবশ্য বিভিন্ন শেপে নখ-নকশার চল বেড়েছে।
- পুষ্টিমানসমৃদ্ধ উচ্চ মানের বেইসকোট ব্যবহার করলে মেনিকিউর বেশ দীর্ঘ সময় টিকবে। নখ ভেঙে যাওয়ার আশঙ্কা কমবে। অল্পতেই দাগ বসে যাবে না। তাই নখের আকার ঠিক করার পর ভালো বেইসকোট ব্যবহার করতে হবে।
- তারপর পছন্দ অনুযায়ী নেইল পলিশ লাগিয়ে নিতে হবে।