মাঝেমাঝে ডগা ছাঁটলে লম্বা হয় চুল। এই বিশ্বাসে ভর করে প্রতি মাসে অনেকেই চুলের ডগা কাটেন। তাতে কি আদৌ কোনও উপকার ✨꧋হয়? ডগা ছাঁটার সঙ্গে চুল লম্বা হওয়ার কি কোনো সম্পর্ক আছে? গবেষণা বলছে, আপাতভাবে বিশেষ কোনো সম্পর্ক নেই। কারণ চুল লম্বা হয় ফলিকলের কারণে। মাথার ত্বক যত প্রোটিন এবং অন্যান্য পুষ্টি পাবে, চুল লম্বা হওয়ার হার তত বাড়বে। এমনিতে প্রতি মাসে অর্ধেক ইঞ্চি করে চুল বাড়ে। হিসাব অনুরায়ী বছরে ৬ ইঞ্চি মতো চুল লম্বা হয়।
এ ছাড়াও চুল লম্বা হবে কি না, তা নির্ভর করে বেশ কিছু বিষয়ের ওপরেও। সঠিক ডায়েট, বয়স, শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে চুল লম্বা হয়। এর সঙ্গে চুলের ডগা ছাঁটার কোনো সম্পর্ক নেই। তার মানে এই নয় যে, চুলের ডগা ছাঁটার কোনো উপ🔴কারিতা নেই। কী উপকার পাওয়া যায়?
🐼১) সঠিক যত্নের অভাবে চুল ডগা, এমনকি মাঝখান থেকেও ভেঙে যায়। চুল তখন পাতলা দেখায়। মাঝেমাঝে ট্রিম করলে এ সমস্যা🀅 কম হবে।
২) দীর্ঘদিন চুলে কাঁচি না চালালে কেমন যেন এবড়ো-খেবড়ো হয়ে যায়। ট্রꦬিম ক🌄রে নিলে চুল ঠিকঠাক আকারে থাকে।
৩) ট্রিম করা সামগ্রিক💖ভাবে চুলের জন্য ভালো। এতে চুলের খারাপ হয়ে যাওয়া অংশ বাদ চ𒉰লে যায়।