• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ছুটির দিন সঙ্গীকে যেভাবে সময় দেবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২২, ২০২৪, ০৮:২৮ পিএম
ছুটির দিন সঙ্গীকে যেভাবে সময় দেবেন
ছবি: সংগৃহীত

পুরো সপ্তাহেই ব্যস্ত থাকতে হয়।ꦯ সঙ্গীর সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর একমাত্র সময় ছুটির দিন। আবার সারা সপ্তাহ সংসারের ফেলে রাখা কাজগুলোও ছুটির দিনেই করতে হয়। জমে যাওয়া কাজগুলো☂ একা করতে গেলে বেশ ধকল তো যাবেই। তাই সঙ্গীকে সঙ্গে নিয়ে ছুটির দিনে কিছু প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারেন। এতে সম্পর্কের উষ্ণতাও বাড়বে।

একসঙ্গে ব্রেকফাস্ট

কাজের ব্যস্ততায় একসঙ্গে সকালের খাবার খাওয়া হয় না। ছুটির দিনে একসঙ্গে টেবিলে বসে ব্রেকফাস্ট সেরে নিন। আবার একসঙ্গে ব্রেক❀ফাস্টও বানাতে পারেন। নিজেদের পছন💟্দের কোনো নাস্তা দিয়ে দিনের শুরুটা করতে পারেন। চায়ের কাপে চুমুক দিয়ে একে অন্যের সঙ্গ উপভোগ করতে পারেন।

বাজার সেরে নিন

সারা সপ্তাহের বাজার ছুটির দিনেই সেরে নিন। সঙ্গীকে নিয়ে প্রয়োজনীয় জিনিসের তালিকা করুন। এরপর দুজন একসঙ্গে বেরিয়ে পড়ুন কেনাকাটায়। বাজারে 🎐গিয়ে কিংবা সুপার শপে গিয়ে প্রয়োজনী সবকিছু কিনে নিন। 🌱এতে আউটিংও হবে। ভালো সময়ও কাটবে।

সংসারের টুকিটাকি কাজ

ছুটির দিনে সংসারের টুকটাক কাজগুলো একসঙ্গেই সারুন। সঙ্গীকে কাজে সহায়তা করুন। এতে সঙ্গী ক্লান্ত হয়ে পড়বে না। কাজ সেরে দ্রুত অবসর পাওয়া যাবে। আর অবসর সময়টা দুজন🍌 মিলে উপভোগ করা যাবে।

বাইরে ঘুরতে যান

ছুটির দিনের বিকেলের সময়টা বাইরেই কাটাতে পারেন। গাড়ি থাকলে দূর কোথাও লং ড্রাইভে বেরিয়ে যান। আবার আশপাশেই কোনো খোলা জায়গায় গিয়ে সময় কাটাতে পারেন। বাচ্চাদেরও ༒সঙ্গে নিতে পারেন। পুরো পরিবারের জন্য মুহূর্তটি আনন্দদায়ক হবে।

Link copied!