• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চিকেন পকেট বানাবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪, ০৪:৫৮ পিএম
চিকেন পকেট বানাবেন যেভাবে
ছবি: সংগৃহীত

চিকেন দিয়ে তো অনেক কিছুই খেয়ে দেখেছেন। এবার নতুন কিছু বানাতে পারেন। পরিবারের স🦩বাই চে♏টেপুটে খাবে। চলুন রেসিপিটা দেখে নেই-

যা যা লাগবে

  • স্যান্ডউইচ ব্রেড
  • হাড় ছাড়া মুরগির মাংস- ৫০০ গ্রাম
  • আদা বাটা ও রসুন বাটা- ২ চা চামচ
  • পেঁয়াজ কুচি- আধা কাপ
  • কাঁচা মরিচ কুচি- ২ চা চামচ
  • সেদ্ধ সুইট কর্ন
  • টমেটো কেচাপ
  • ক্রিম
  • মোজারেলা চিজ
  • বাটার
  • ব্রেডক্রাম্ব ও ভাজার জন্য তেল।

যেভাবে বানাবেন
হাড়ছাড়া মুরগির মাংস ছোট করে টুকরো করে নিতে হবে। তারপর একটা প্যানে বাটার দিয়ে তাতে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে বেশ খানিকক্ষণ ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এর সঙ্গে দিয়ে দিতে হবে ছোট টুকরো করে রাখা মুরগির মাংস। মাংস যখন সেদ্ধ হয়ে আসবে তখন সুইটকর্ন দিতে হবে। এরপর টমেটো কেচাপ, গোলমরিচের গুঁড়ো ও ক্রিম দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। চুলা বন্ধ করে এতে মেশাতে হবে গ্রেট করে রাখা মোজারেলা চিজ। এতে করে ফౠিলিংটাতে একটা ক্রিমি টেক্সচার আসবে।

এবার স𒁃্যান্ডউইচ ব্রেডের চারপাশের বাদামি অংশ কেটে ব্রেডটাকে একটু বেলে নিতে হবে। এর ভেতর দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা মুরগির ফিলিং। তারপর হালকা পানি দিয়ে পকেটের মতো করে ভাঁজ করে নিতে হবে। তৈরি করা চিকেন পকেট ডিমের মধ্যে গড়িয়ে, ব্রেডক্রাম্ব দিয়ে কোট করে নিতে হবে। চাইলে এইভাবে অনেকগুলো বানিয়ে ফ্রোজেন করে💯 রাখা যেতে পারে।

এবার চিকেন প🍰কেটগুলো চুলার মাঝারি আঁচে ডুবো তেলে ভেজে নিতে হবে। তারপর পর🍎িবেশন করুন বিকেলে চায়ের সঙ্গে। 

Link copied!