• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বয়স ২৫ হওয়ার আগে মা হলেই পুরস্কার!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০৬:৫১ পিএম
বয়স ২৫ হওয়ার আগে মা হলেই পুরস্কার!
সূত্র: সংগৃহীত

মা হওয়া নারীদের অন্যতম স্বপ্ন। মাতৃত্বের স্বাদ নিতে চান সব নারীই। আগের দিনে অল্প বয়সেই নারীদের বিয়ে হতো। অল্প বয়সেই মা হতেন। কিন্তু যুগ বদলেছে। এখন নারীরা প্রতিষ্ঠিত হয়েই মা হতে চান। ক্যারিয়ার আর সন্তানকে পাশাপাশি রেখেই এগুতে চান। তাই অনেক নারীই এখন বেশি বয়সে মা হচ্ছেন। বলা যায়, মা হওয়ার ক্ষেত্🧸রে এখন অধিকাংশ নারীদের ইচ্ছাই প্রধান থাকে। তবে, ২৫ বছ෴র বয়সের নিচে মা হলেই পুরস্কার পাচ্ছেন নারীরা। এমনই ঘোষণা দিয়েছে বিশ্বের একটি দেশ। জানেন কি, সেটি কোন দেশ?

২৫ বছরের কম বয়সে সন্তান জন্ম দিলেই পুরস্কারꩲ দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার এক শহর। স্থানীয় সরকার থেকে জানানো হয়, ২৫ এর আগেই মা হলে ১ লাখ রুবেল পুরস্কার দেওয়া হবে। জানা যায়,  জনসংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যেই এমনই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। যা ইতোমধ্যে চর্চার 𒐪বিষয় হয়ে উঠেছে।

সম্প্রতি রাশিয়ার সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমসে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, রাশিয়ার শহর কারেলিয়ায় নতুন মায়েদর জন্য এই সুযোগ করে দিয়েছে। তবে মা হওয়ার ক্ষেত্রে কিছু শর্ত অবশ্যই  মানতে♍ হবে বলেও জানানো হয়। সেই তরুণীকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পূর্ণ সময়ের পড়ুয়া শিক্ষার্থী  হতে হবে। আর সুস্থ সন🐻্তান জন্মদানে সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে। মৃত সন্তানের জন্মের জন্য কোনো পুরস্কার দেওয়া হবে না।

🉐দেশটির সরকার জানায়, জন💧্মহার বৃদ্ধি করতেই এই পদক্ষেপ। অল্পবয়সী নারীরা সুস্থ সন্তান জন্ম দিতে সক্ষম এবং তারা একাধিক সন্তান জন্ম দিতে পারে। তাই অল্প বয়সী নারীদের সন্তান জন্মদানে উত্সাহ প্রদান করা হচ্ছে। এই উদ্দ্যোগ জনসংখ্যা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Link copied!