• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সাকিবসহ পিএসএলে অবিক্রিত যেসব বিদেশি তারকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০৪:৫৮ পিএম
সাকিবসহ পিএসএলে অবিক্রিত যেসব বিদেশি তারকা
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

সোমবার অনুষ্ঠিত হলো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। পাকিস্তানের ঐতিহ্যবাহী লাহোর ♈কেল্লায় বসেছিল এই খেলোয়াড় কেনাবেচার হাট। নিজেদের পছন্দমতো দল গঠন করেছে ৬ ফ্র্যাঞ্চাইজি।

টুর্নামেন্টটিতে নাম লিখিয়েছিলেন বেশ কিছু তারকা ক্রিকেটার। বাংলাদেশ থেকে দল পেয়েছেন তিন ক্রিকেটার রিশাদ হোসেন, নাহিদ রানা ও লিটন 💜কুমার দাস।

অবশ্য, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহম🦄ান এবং তাসকিন আহমেদসহ বাকিদের নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ হোস꧙েন। এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। সিলভার ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার।

রিশাদ ছাড়াও দল পেয়েছেন নাহিদ রানা ও লিটন দাস। গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা। তার পারিশ্রমি🐻কের পরিমাণ ৫০ হাজার ডলার। বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন দাস। তার পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার। এই উইকেটকিপার ব্যাটারকে দলে ভিড়িয়েছে করাচি কিংস।

যেসব তারকা ক্রিকেটাররা পিএসএলে দল পাননি তারা হলেন; সরফরাজ আহমেদ, টিম সাউদি, ইহসানউল্লাহ, জেসন রয়, অ্যালেক্স হেলস, মুজিব উর রহমান, অ্যাশটন অ্যাগার, ক্রিস লিন, কুপার কনোলি, ড্যানিয়েল সামস, জেসন বেহরেনডফ, মার্ক স্টেকিটি, ময়েজেস হেনরিক্স, উসমান 🍌খাজা, উইলিয়াম সাদারল্যান্ড, মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, জো ক্লার্ক, লরি ইভান্স, টাইমাল মিলস, জিমি নিশাম, ইমরান তাহির, রিজা হেন্ড্রিক্স, তাবরেজ শামসি, চারিথ আসালাঙ্কা ও এভিন লুইস।

Link copied!