• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কঠিন ম্যাচ জিতে নতুন বছর শুরু রাদুকানুর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০১:২৫ পিএম
কঠিন ম্যাচ জিতে নতুন বছর শুরু রাদুকানুর
এমা রাদুকানু। ছবি : সংগৃহীত

ব্রিটেনের দুই নম্বর নারী টেনিস তারকা এ🐈মা রাদুকানু অস্ট্রেলিꦛয়ান ওপেনের প্রথম রাউন্ডে তীব্র লড়াই করে জিতেহছেন। পিঠের ইনজুরির কারণে রাদুকানু ঠিকমতো প্রস্তুতি নিতে পারেননি বলে বছরের প্রথম গ্রান্ড স্লাম আসরের শুরু তার খুব ভালো হলো না।  

২৬তম বাছাই রাশিয়ার একেতেরিনা আলেকজান্দ্রোভাকে অবশ্য দীর্ঘ লড়াইয়ের পরও সরাসরি ৭ꦓ-৬ ও ৭-৬ সেটে পরাজিত করেন রাদুকান𒆙ু।

২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন রাদুকানু ১৫টি ডাবল ফল্ট করেন এই ম্যাচে। যার মধ্যে একটি বিশেষভাবে-ডিফ্লেটিং ব্রেক পয🅘়েন্টে ছিল, যখন তিনি প্🉐রথম সেটে ৫-৪ পয়েন্টে এগিয়ে ছিলেন। তবে তিনি দ্রুতই নিজেকে সামলে নেন এবং সেট জিতে নেন।

২২ বছর বয়সী বৃটিশ সুন্দরী রাদুকানু বর্তমানে বিশ্বের ৬১ নম্বর খেলোয়াড়। তিনি দ্বিতীয় 🔥রাউন্ডে খেলবেন আমান্ডা অ্যানিসিমোভার সঙ্গে। যুক্তরাষ্ট্রের ২৩ বছর বয়সী আমান্ডা ২০২৩ সালের নয় মাসের মানসিকভাবে বিপর্যন্ত ছিলেন। সেখান থেকে ফিরে বর্তমানে আমান্ডা রয়েছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৩৫তম স্থানে। প্রথম রাউন্ডের ম্যাচে আমান্ডা আর্জেন্টিনার মারিয়া লর্ডেস কার্লেকে সরাসরি ৬-২ ও ৬-৩ সেটে সহজেই হারিয়েছেন।  বৃহস্পতিবার রাদুকানু ও আমান্ডার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে।

নভেম্বরের পর থেকে রাদুকানু প্রথম ꧙টেনিস ম্যাচ খেললেন একজন বাছাই খেলোয়াড়ের বিরুদ্ধে। সে হিসেবে রাদুকানু বলতে গেলে ভালোই করেছেন, জিততে পেরেছেন।

রাদুকানু ম্যাচশেষে বলেন, ‘ডাবল ফল্টে নিশ্চিতভাবে একটি অস্বস্তিকর বিষয়। কিন্তু এটা এমন কিছু যা আমাকে মেনে নিতে💧 হয়েছিল। আমি আমার সার্ভ নিয়ে কাজ করছি।’

Link copied!