• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঘরকে নান্দনিক করতে আসবাবপত্র সাজাবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৪:৫৯ পিএম
ঘরকে নান্দনিক করতে আসবাবপত্র সাজাবেন যেভাবে
ছবি: সংগৃহীত

ঘর আমরা একেকজন একেকরকম ভাবে সাজাতে পছন্দ করি। কেউ বা ঘরের সৌন্দর্য বাড়াতে বই রাখি, কেউ বা গাছ আবার কেউ কেউ ফুল দিয়ে সাজাতেও ভালোবাসি। তবে সেভাবেই সাজান না কেন কিছু আসবাব ঘরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আর এসব আসবাব সাজানোর মাধ্যমেই ঘরকে আরও নান্দনিক করে তুলতে পারেন♌। চলুন জেনে নেই, ঘরক🍒ে নান্দনিক করতে আসবাবপত্র সাজাবেন যেভাবে-

  • শোবার ঘরের আসবাবপত্র যেমন- খাট, আলমারি, ড্রেসিং টেবির সাধারণত এল বা ইউ আকৃতিতে রাখতে পারেন। এগুলো খুব জনপ্রিয় এবং ঘরের সৌন্দর্য বর্ধন করে।
  • শোবার ঘরের খাটটি যেকোনও একটি দেয়ালে পাশে রাখতে পারেন।
  • ড্রেসিং টেবিল খালের পাশে রাখুন। কখনই খাটের উল্টা পাশে রাখবেন না।
  • ড্রেসিং টেবিল এমন জায়গায় রাখা যাবে না যেখানে রাখলে বাইরে থেকে ঘরের ভেতর দেখা যায়।
  • ড্রইং রুম সাজানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। ড্রইং রুম ছোট হলে কম কারুকার্য বিশিষ্ট ছোট সোফা রাখতে হবে। আর বড় হলে নিজের মনের মতো কারুকার্যময় আসবাব রাখতে পারেন। চাইলে বড় ড্রইং রুমে কারুকার্যময় ওয়ালমেটও রাখতে পারেন।
  • পুরোনো আসবাব ঘরে জমিয়ে না রেখে সেগুলো তুলে স্টোর রুমে রেখে দিন। সেখানে প্রয়োজনীয় আসবাব রাখুন।
  • আবার ঘরে এমন কিছু জিনিস থাকে যেগুলো পুরোনো কিন্তু প্রয়োজনীয়। এসব আসবাবকে নতুন করে রং দিয়ে সাজতে পারেন। এখন রিক্সা পেইন্ট গুলো বেশ জনপ্রিয়। 
Link copied!