নিয়মিত তারহীন হেডফোন ব্যবহাকারীদের হেডফোনের বাডগুলো নোংরা হয়ে যায়। দীর্ঘ সময় কানে থাকার কারণে কানের ময়লা গিয়ে সেখানে জমা হয়। 𝓡আবার ময়লাসহ ‘চার্জিং কেইস’য়ে থাকে আরও অনেকটা সময়। এতে একটা সময় হেডফোন থেকে আসা শব্দ কমে যায়। এর একমাত্র সমাধান হল হেডফোন ও চার্জিং কেইস দুটোই পরিষ্কার করা। চলুন জেনে নিই 🌺কীভাবে পরিষ্কার করতে হয়।
যা যা লাগবে
- নরম কাপড়
- কটন বাড
- শুকনা নরম ব্রাশ
- ৭০ শতাংশ ‘আইসোপ্রোপাইল অ্যালকোহল ওয়াইপস’নিতে হবে।
- ‘স্ট্যাটিক ইলেক্ট্রিসিটি’ বা স্থিরবিদ্যুৎ তৈরি হয় না এমন ব্রাশ বেছে নিতে হবে।
পরিষ্কার করার পদ্ধতি
প্রথমেই ইয়ারবাডগুলো নরম কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। এরপর ‘কটনবাড’ দিয়ে ‘মাইক্রোফোন’ ও স্পিকারের ওপর থেকে ধুলাবালি ও ময়লা পরিষ্কার করতে হবে। আটকে থাকা ময়লা ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। হেডফোনের বাইরের অংশে কিছু লেগে থাকলে সেটা ভেজা কাপড় দিয়ে🌠 মুছে নিলেই হবে।
এয়ারপড কেইস
৭০ শতাংশ আইসোপ্রোপাইল অ্যালকোহলে নরম কাপড় ভিজিয়ে কেইসের বাইরের দিকটা পরিষ্কার করতে হবে। তবে ভেতরে যাতে কোনো তরল প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। ‘চার্জিং পোর্ট’ আর 𝄹‘এয়ারবাড কানেক্টর’ থেকে ময়লা পরিষ্কার করতে ব্রাশ দিয়ে। এই ব্রাশই ‘অ্যান্টি-স্ট্যাটিক’ ব্রাশ হতে হবে যাতে পরিষ্কার করার সময়♑ স্থিরবিদ্যুত তৈরি না হয়।
জীবাণুমুক্ত করা
‘এয়ারপডস’জীবাণুমুক্ত করতে হলে ৭০ শতাংশ ꦰ‘আইসোপ্রোপাইল অ্যালকোহল ওয়াইপ’ ব্যবহার করতে হবে। ‘ক্লোরক্স ডিজইনফেকট্যান্ট ওয়াইপ’ও ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে ‘স্পিকার’য়ে যাতে কোনোভাবে আর্দ্রতা না পৌঁছায়।
পরিষ্কার করার পর চার্জে দেওয়ার আগে♛ যন্ত্রটি যাতে শুকনা থাকে সেদিক💫ে খেয়াল রাখতে হবে।