• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কোন মাংস কতদিন ফ্রিজে রাখা যায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৮, ২০২৩, ০২:৫৮ পিএম
কোন মাংস কতদিন ফ্রিজে রাখা যায়

প্রতিটি খাবারই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ভালো থাকে। তাই খাবার সংরক্ষণের ক্ষেত্রে সতর্ক থাকা 🦄জরুরি, না হলে স্বাস্থ্যের ওপর এর গুরুতর প্রভাব পড়তে পারে। খাদ্যের নিরাপত্তা বজায় রাখতে সঠিক উপায়ে সংরক্ষণ করতে হবে খাবার। চলুন  আজ জেনে নিই ডিম ও কোন মাংস কতদিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন—

মাংসের কিমা
গ্রাউন্ড মিট বা মাংসের কিমা ১-২ দিনের জন্য ফ্রিজের নরমালে রাখা যায়। ▨আর হিমায়িত অবস্থায় ৩-৪ চꦿার মাস রাখা যায়।

লাল মাংস
গরু বা খাসির লাল মাংস ৫ দিন পর্যন্ত ফ্রিজের নরমালে রাখতে পারেন। আর ৪-১২ মাসের জন্য হিমায়িত অবস্থায় রাখতে পারবেন মাংস।
তবে রান্✅না করা মাংস ফ্রিজের নরমালে ৩-৪ দিন আর হিমায়িত অবস্থায় ২💜-৩ মাসের বেশি রাখা উচিত নয়।

মুরগির মাংস
কাঁচা মুরগির মাংস ফ্রিজের নরমালে ১-২ দিন রাখা যায়, তাও আবার ৪০ ডিগ্রি ফারেনহাইট বা তার চেয়ে বেশি তাপমাত্রায়। আর ডিপ ফ্রিজে এটি শূন্য ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি ঠাꦺন্ডা তাপমাত্রায় এক বছরেরও বেশি সময় ধরে রাখা যেতে পারে।

সসেজ
কাঁচা অবস্থায় সসেজ ২ দিনের মধ্যে খাওয়া উচিত। আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করলেও তা এক সপ্তাহের মধ্যে খাওয়া উচౠিত।

হট ডগস
প্যাকেট খোলার ৩-৫ দিনের মধ্যেই হট ডগস খাওয়া উচিত বলে পরামর্ꦍশ দেন বিশেষজ🍒্ঞরা। হিমায়িত অবস্থায় ফ্রিজে এক থেকে দুই মাস রাখতে পারবেন।

ডিম
ডিম এক মাস পর্যন🎐্ত কাঁচা অবস্থায় ফ্রিজের নরমালে রাখা যায়। তবে সেদ্ধ করা ডিম এক সপ্তাহের বেশি ফ্রিজে🦹 রাখলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে ওঠে।

Link copied!