• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


খুব সহজেই বানিয়ে ফেলুন রসুন ও কাঁচা মরিচের আচার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৯, ২০২৪, ১১:২৮ এএম
খুব সহজেই বানিয়ে ফেলুন রসুন ও কাঁচা মরিচের আচার
খুব সহজেই বানিয়ে ফেলুন রসুন ও কাঁচা মরিচের আচার। ছবি: সংগৃহীত

বাদলা দিনে অনেকেই মন খিচুড়ি খেতে চায়। আর খিচুড়ির সঙ্গে একটু আচার হলে আর কী চাই! বিভিন্ন মৌসুমে থাকা নানান উপকরণ দিয়েই আচার বানানো যায়♉। তবে এবার বানিয়ে ফেলুন রসুন ও কাঁচা মরিচের আচার।  কীভাবে বানাবেন দেখে নিন-

যা যা লাগবে

  • রসুন দেড় কাপ 
  • কাঁচা মরিচ  এক কাপের ৪ ভাগের ৩ ভাগ
  • জিরা দেড় চা-চামচ
  • তেজপাতা ২টি
  • কাসুন্দি দেড় কাপ
  • তেঁতুলের ক্বাথ ৬ টেবিল চামচ
  • টালা শুকনা মরিচগুঁড়া ৪টি
  • পাঁচফোড়নগুঁড়া দেড় চা-চামচ
  • চিনি ৩ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো
  • শর্ষের তেল দেড় কাপ  
  • সিরকা ৩ টেবিল চামচ

যেভাবে বানাবেন
প্রথমে খোসা ছাড়িয়ে রসুন পরিষ্কার করে ধুয়ে নিন। রসুনগুলো হালকা করে শুকিয়ে নিন। এদিকে কাঁচা মরিচ ধুয়ে বোটা ছাড়িয়ে রাখুন। রসু🍸ন শুকিয়ে এলে ফ্রাইপ্যানে শর্ষের তেল দিয়ে তাতে জিরা ও তেজপাতা দ✤িয়ে দিন। একটু নেড়ে চেড়ে এতে রসুন ও কাঁচা মরিচ দিয়ে নাড়ুন। কিছুক্ষণ পর তেঁতুলের ক্বাথ ও চিনি দিয়ে নাড়ুন। রসুন সেদ্ধ হয়ে নরম হলে কাসুন্দি, মরিচগুঁড়া, পাঁচফোড়নগুঁড়া, লবণ ও সিরকা দিয়ে দিন। সবগুলো উপকরণ একটু নেড়ে নামিয়ে নিন। ঠান্ডা হলে কাচের বয়ামে ভরে সংরক্ষণ করুন।

Link copied!