নাটোর পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুরꦕ রহমান মাসুমের বাড়ি থেকে তিনটি বিদেশি চাকু ও বিভিন্ন🍌 আগ্নেয়াস্ত্রের গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্♚বর) ভোরে শহরের নিচাবাজার মহল্লায় সাবেক কাউন্সিলর মাসুমের বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।
নাটোর সদ🐽র থানার ভ🐟ারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি চাইনিজ টিপ চাকু, ২৫ রাউন্ড শটগানের তাজা বারুদ, ৩টি খোসা, ৪টি অস্ত্রের স্কো☂প ও ৩টি অস্ত্রের বাট।
এ সময় 🦋জিজ্ঞাসাবাদের জন্য কাউন্সিলের ছোট ভাই জিল্লুর রহমান সবুজ ও তার ভাবী শামস জেসমিন কেয়াকে আটক করা হয়। পরে সাবেক কাউন্সিলর মাসুমের আরেক ভাই নাটোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শরিফুর রহমান সুমন সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম জানান, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করে থানায় আনা হয়। পরে একজন থানায় এসে আত্মসমর্পণ করেন। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের বিরুদ্ধে এখনো কোনো মামলা ﷽করা হয়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।