• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ডক্টরেট ডিগ্রি পেল বিড়াল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২০, ২০২৪, ০৫:০৫ পিএম
ডক্টরেট ডিগ্রি পেল বিড়াল

একটি বিড়ালকে বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ ডিগ্রিতে ভূষিত করা হয়েছে। বিড়ালটির নাম ম্যাক্𒁃স এবং যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে তাকে এ ডিগ্রি দেওয়া হয়। রোববা❀র (১৯ মে) বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এপির ওই প্রতিবেদনে বলা হয়, ভারমন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ের ক্যাস্টলেটন ক্যাম্পাস বিড়ালটিকে ইঁদুর শিকারের জন্য নয়, সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে তার বন্ধুত্বꦜপূর্ণ আচরণের জন্য।

বিশ্ববিদ্যালয়ের ক্যাস্টলেটন ক্যাম্পাস⛄ের এক ফেসবুক প♔োস্টে বলা হয়েছে, ম্যাক্স দ্য ক্যাট অনেক বছর ধরে ক্যাস্টলেটন পরিবারের স্নেহময় একজন সদস্য হিসেবে আছে।

ক্যাম্পাসে প্রধান ফটকের আগে সড়কের পাশের একটি বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে থাকে গায়ে ডোরাকাটা এখানকার সবার প্রিয় 🃏বিড়ালটি।

ম্যাক্স অবশ্য শিক্ষার্থীদের স্নাতক সমাপনীতে অংশ নেয়নি। তার ডিগ্রির স📖নদ পরে অ্যাশলের কাছে পৌঁছে দেওয়া হবে।

Link copied!